promotional_ad

মমিনুলের ইনিংসে চাপা পড়লো রাজ্জাকের দুর্দান্ত বোলিং

promotional_ad

চলতি বাংলাদেশ ক্রিকেট লীগের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই  ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে দারুণ একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন টাইগারদের 'লিটল মাষ্টার' খ্যাত মমিনুল হক।


শুধু তাই নয়, প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোরও গড়েছেন তিনি। খেলেছেন ২৫৮ রানের বাম্পার একটি ইনিংস। আর তাঁর ক্যারিয়ার সেরা ইনিংসে ৫৪৬ রানের পাহাড়সম রান দাঁড়া করায় পূর্বাঞ্চল। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে মমিনুলের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিলো ২৩৯ রানের। আজ নিজেকেও ছাড়িয়ে গেলেন এই টাইগার ব্যাটসম্যান। 


মমিনুলের এই দুর্দান্ত ইনিংসটিতে চাপা পড়ে গেছে দক্ষিণাঞ্চলের স্পিন তারকা আব্দুর রাজ্জাকের অসাধারণ স্পেলটি। ৪০ ওভার বোলিং করে ১৭৮ রানে ৬ উইকেট শিকার করেছেন রাজ্জাক। যেখানে মমিনুলের উইকেটটিও তিনিই নিয়েছেন। এছাড়াও সাকলাইন সজীব ১৮ ওভার বোলিং করে নিয়েছেন ৯৩ রানে ৩ উইকেট।


এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার বিকেএসপির ৪ নম্বর মাঠে ১৬৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন পূর্বাঞ্চলের অধিনায়ক মমিনুল। আর তাঁর দল ৫ উইকেটে ৩৪০ রান সংগ্রহ করেছিলো। মমিনুল ছাড়াও তাঁর সঙ্গী জাকির হাসান অপরাজিত ছিলেন ৪৭ রানে। 


এরপর আজ সকাল ৯টা ৫০ মিনিটে খেলতে নেমে এই দুই ব্যাটসম্যানের ব্যাটে এগিয়ে যেতে থাকে পূর্বাঞ্চল। দারুণ ব্যাটিং করে  জাকিরকে সাথে নিয়ে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মমিনুল।


মমিনুলের পাশাপাশি দারুণ ব্যাটিং করেছেন বিপিএলে রাজশাহী কিংসের হয়ে দারুণ পারফর্ম করা জাকিরও। টুর্নামেন্টে নিজের প্রথম সেঞ্চুরিও তুলে নেন তিনি। সেঞ্চুরি হাঁকানোর পরও বেশ কিছুক্ষণ টিকে ছিলেন জাকির।



promotional_ad

অবশেষে ১১৯ রান করে সাকলাইন সজীবের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাঁকে। তবে জাকির ফিরে গেলেও ক্রিজে এখনও আছেন মমিনুল। আর তাঁর সাথে লাঞ্চের আগে ব্যাটিংয়ে যোগ দিয়েছিলেন সোহাগ গাজী।


বিরতির পর অপরাজিত ২১৮ রান খেলা শুরু করেছিলেন পূর্বাঞ্চল অধিনায়ক। সেসময় দলীয় সংগ্রহ ছিলো ৬ উইকেটে ৪৭৬ রান। তবে লাঞ্চের পর পরই মমিনুলের সঙ্গী সোহাগ গাজীর উইকেটটি হারিয়ে বসে পূর্বাঞ্চল।


৩১ বলে ৩৫ রানের একটি ওয়ানডে ইনিংস খেলে আব্দুর রাজ্জাকের তৃতীয় শিকার হয়ে ফিরতে হয়েছে তাঁকে। গাজী ফিরে গেলে অধিনায়কের সাথে ব্যাটিংয়ে যোগ দেন নাজমুল অপু।


কিন্তু তিনিও বেশীক্ষণ টিকতে পারেননি। তাঁকে নিজের চতুর্থ শিকারে পরিণত করে সাজঘরে ফেরত পাঠান রাজ্জাক। তবে এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অবিচল থেকে ব্যাট করতে থাকেন অধিনায়ক মমিনুল।


এরপর নতুন ক্রিজে আসা ব্যাটসম্যান মোহাম্মদ শহীদকে সাথে নিয়ে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ব্যক্তিগত স্কোরও ছাড়িয়ে যান মমিনুল। তবে ক্যারিয়ার সেরা ইনিংস খেলার কিছুক্ষণ পর ব্যক্তিগত ২৫৮ রান নিয়ে আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয়েছে মমিনুলকে।


পরবর্তীতে আর বেশিদূর এগোতে পারেনি পূর্বাঞ্চল। শেষ ব্যাটসম্যান আবু জায়েদ রাহীকে বোল্ড আউট করে মমিনুলের দলকে অলআউট করে দিয়েছেন দক্ষিণাঞ্চলের স্পিন তারকা আব্দুর রাজ্জাক। ফলে ১২৯.৫ ওভারে ৫৪৬ রানে গুঁটিয়ে যায় পূর্বাঞ্চল। 



এর আগে প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও লিটন দাস। তবে দলীয় ৪৭ রানে সৌম্যর বলে বোল্ডআউট হয়ে ব্যক্তিগত ২০ রানে ফেরেন লিটন।


এরপর দলীয় ৮০ ও ব্যক্তিগত ৩৩ রানে ইমতিয়াজ হোসেনকে ফিরিয়ে দিয়ে পূর্বাঞ্চলকে বিপদে ফেলেন সাকলাইন সজীব। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ আশরাফুল, ইয়াসির আলী এবং অলোক কাপালি। এই তিন ব্যাটসম্যান যথাক্রমে রান করেছেন ৩৩, ১৩ এবং ১৯। 


তবে দ্রুত ৫ উইকেট পড়ে গেলেও ওয়ান ডাউনে নামা মমিনুল ছিলেন অবিচল। দারুণ ব্যাটিং করে আগের দিনই সেঞ্চুরি তুলে নেন তিনি। মিমির পাশাপাশি দারুণ ব্যাটিং করেছেন বিপিএলে দারুণ পারফর্ম করা জাকির হাসানও। ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি। আর আজ মমিনুলের সাথে খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেন জাকির।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball