বিগ ব্যাশে খেলতে আজ দেশ ছাড়ছেন রুমানা

ছবি:

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লীগে অংশ নিতে আজ রাতেই দেশ ছাড়ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ। নারীদের এই বিগ ব্যাশে রুমানা ছাড়াও ডাক পেয়েছেন অফ স্পিনার খাদিজাতুল কুবরা।
এই টুর্নামেন্টে রুমানাকে দলে ভিড়িয়েছে ব্রিসবেন হিট। অপরদিকে খাদিজাতুল খেলবেন মেলবোর্ন স্টার্সের হয়ে। রুমানার আজ অস্ট্রেলিয়ার পথে যাত্রা করার কথা থাকলেও খাদিজাতুল দেশ ছাড়বেন আগামী ১৬ই জানুয়ারি।

এদিকে বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলতে যাওয়ার অনুভূতি প্রসঙ্গে নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমানা ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে বলেন,
'এটি আমার জন্য অনেক বড় একটি সুযোগ বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্রতিভা বাইরে তুলে ধরার জন্য। আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো যখনই আমি সুযোগ পাই এবং আমি আমার সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো।'
এর আগে বাংলাদেশ থেকে একমাত্র সাকিব আল হাসান বিগ ব্যাশে প্রতিনিধিত্ব করেছিলেন। এবার সেই পথে হাঁটতে যাচ্ছেন রুমানা এবং কুবরাও।