promotional_ad

বেতন ২ লাখ, জরিমানা ১ কোটি!

promotional_ad

বেপরোয়া আচরণের মাশুল শেষ পর্যন্ত বেশ ভালোভাবেই গুণতে হলো বাংলাদেশ ক্রিকেট দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। জাতীয় ক্রিকেট লীগে এক কিশোর দর্শককে মারধরের গুরুতর অভিযোগে সাব্বিরকে ২০ লাখ টাকা জরিমানাসহ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   


এখানেই শেষ নয়, সাব্বিরকে ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেটেও নিষেধাজ্ঞা করা হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয়নি বিসিবি। তবে সাব্বিরের শাস্তি যে কমছে না সেটি হলফ করেই বলা যায়।   


এদিকে ছয় মাসের নিষেধাজ্ঞা থাকায় নতুন মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)  খেলা থেকে বঞ্চিত হতে হবে জাতীয় দলের এই ক্রিকেটারকে। ফলে বেশ বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বেন সাব্বির।  




promotional_ad

বিসিএলে সাব্বির ৬ ম্যাচ খেলতে পারলেও প্রায় ২ লক্ষ থাকা আয় করতে পারতেন। অপরদিকে ডিপিএলের আসর থেকে আয় করার কথা ছিলো প্রায় ৪০ লাখ টাকা। আর বিসিবির কেন্দ্রীয় চুক্তির 'বি' ক্যাটাগরিতয়ে থাকায় সাব্বিরের মাসিক বেতন ছিলো ২ লক্ষ টাকা। 


সুত্চরাং বিসিবির চুক্তি থেকে বাদ পড়ায় বছরে ২৪ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে সাব্বিরের। আর সবমিলিয়ে সেই লোকসানের পরিমাণ প্রায় ৬৬ লক্ষ টাকা। এতো গেল শুধু মাত্র ২০১৭ সালের জরিমানার ফিরিস্তি।


তার আগের দুই বছর মিলিয়ে বিভিন্ন বিতর্কিত ঘটনার কারণে সাব্বিরের জরিমানার অঙ্কটা প্রায় ৩৩ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ সদ্য বিদায়ী বছরের সাথে আগের দুই বছরের জরিমানার অঙ্ক যোগ করলে পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় কোটি টাকা (৯৯ লাখ ৫০ হাজার টাকা)!


এর আগে ২০১৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হন সাব্বির। বিসিবি খোলামেলাভাবে যদিও কিছু বলেনি তবে বিষয়টি যে গুরুতর সেটি জরিমানার ধরণ দেখেই বোঝা গিয়েছিলো। সেসময় সাব্বিরকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছিলো বিসিবি। 



এবারের বিপিএল আসরেও বিতর্কিত ঘটনার জন্ম দিতে ভুল করেননি। সিলেট সিক্সার্সের হয়ে খেলা সাব্বির নিজেদের তৃতীয় ম্যাচ শেষে হাত মেলানোর সময় আম্পায়ার মাহফুজুর রহমানকে গালি দিয়েছিলেন। ফলে তাঁকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছিলো বিপিএল গভর্নিং কাউন্সিল। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball