promotional_ad

হারের বৃত্ত থেকে বের হতে মুখোমুখি ওয়াটসন-বেইলি

promotional_ad

বিগ ব্যাশে আজ (শনিবার) দিনের একমাত্র খেলায় মুখোমুখি হবে হোবার্ট হ্যারিকেন্স ও সিডনি থান্ডার। লনচেনস্টনের আরোরা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২ টায় খেলাটি অনুষ্ঠিত হবে। 


আজকের ম্যাচে বিগ ব্যাশে সপ্তম আসরে দ্বিতীয়বারের মত মাঠে নামবে হোবার্ট হ্যারিকেন্স। অপরদিকে সিডনি থান্ডার আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে। 


এর আগে টুর্নামেন্টে নিজেদের একমাত্র ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের মুখোমুখি হয় জর্জ বেইলির হ্যারিকেন্স। নিজেদের প্রথম ম্যাচেই ৭ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তারা।


বলে ব্যাটে বাজে পারফরম্যান্সের কারণে এক ম্যাচ হেরে বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে আছে ড্যানিয়েল ক্রিস্টিয়ান ও ম্যাথু ওয়েডদের নিয়ে সাজানো হোবার্ট। তাই আজকের ম্যাচে থান্ডারদের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিয়ে দলটি চাইবে প্রথম ম্যাচ হারের গ্লানি ভুলতে।



promotional_ad

অন্যদিকে, এখন পর্যন্ত তিন ম্যাচ খেললেও শেন ওয়াটসনের থান্ডার্স অর্জন করেছে মাত্র ২ পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী সিক্সার্সের সাথে জয় পায় দলটি। এরপরের দুই ম্যাচেই অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিটের বিপক্ষে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে থান্ডাররা।


তিন ম্যাচে মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। তবে হোবার্টের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে জয় তুলে নিয়ে থান্ডাররা চাইবে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান এগিয়ে নিতে।


হোবার্ট হ্যারিকেন্স সম্ভাব্য একাদশঃ জর্জ বেইলি (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, টাইমাল মিলস, অ্যালেক্স ডুলান, ক্যামেরন বয়েস, ক্লাইভ রোজ, বেন ম্যাকডারমট, ডি'আরসি শর্ট, জোফরা আর্চার, অ্যারন সামার্স। 


সিডনি থান্ডার সম্ভাব্য একাদশঃ শেন ওয়াটসন (অধিনায়ক), ক্যালাম ফার্গুসন, বেন রোহর, জস বাটলার (উইকেটরক্ষক), মিচেল ম্যাকক্লেনাঘান, কার্টিস প্যাটারসন, অ্যান্ড্রু ফেকেট, ফাওয়াদ আহমেদ, ক্রিস গ্রিন, রায়ান গিবসন, অর্জুন নায়ার।



ছবিঃ সংগৃহীত 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball