promotional_ad

ব্রিসবেনের রুদ্ধশ্বাস জয়

promotional_ad

বৃষ্টি বাঁধায় ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে ব্রিসবেন হিট। ঘরের মাঠে থান্ডারদের ছয় উইকেটে হারিয়েছে ম্যাককালামরা। ১৭ ওভারের ম্যাচে ওয়াটসনদের দেয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভারে এসে জয় পায় ব্রিসবেন।


ওপেনার জিমি পিয়ারসনের ৪৩ রান করলেও দুই বিগ হিটার ম্যাককালাম ও ক্রিস লিন ব্যর্থ হয়েছেন। তবে মিডেল ওভারে জো বার্নসের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর শেষের দিকে অ্যালেক্স রসের ক্যামিওতে জয় পায় ব্রিসবেন।


জো বার্নস ৩৫ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ৯ বলে ২৫ রানের ইনিংস। ম্যাকক্লেনাগেন, ওয়াটসন ও নায়ার উইকেটের দেখা পায় সিডনির হয়ে।



promotional_ad

এর আগে ওয়াটসনের ফিফটি সিডনিকে বড় পুঁজি এনে দেয়। ৩৪ বলে ৫৬ রান করেন সাবেক এই অজি অলরাউন্ডার। কুলাম ফারগুসনও রানের দেখা পেয়েছেন। সাদাব খান ছিলেন ব্রিসবেনের সেরা বোলার।




ব্রিসবেন হিটঃ জিমি পিয়ারসন (উইকেটকিপার), ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ক্রিস লিন, জো বার্নস, অ্যালেক্স রস, বেন কাটিং, শাদাব খান, জস লোলার, মার্ক স্টিকেটি, ব্রেন্ডন ডগজেট, মিচেল সোয়েপসন।


সিডনি থান্ডারঃ কার্টিস প্যাটারসন, জস বাটলার (উইকেটকিপার), শেন ওয়াটসন (অধিনায়ক), কুলাম ফার্গুসন, বেন রোহরার, রায়ান গিবসন, অর্জুন নাইয়ার, ক্রিস গ্রিন, মিচেল ম্যাকক্লেনাগেন, ফাওয়াদ আহমেদ, অ্যান্ড্রু ফেকেটে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball