promotional_ad

তরুণ মেহেদীর ধ্যান জ্ঞান জুড়েই ক্রিকেট

promotional_ad

তরুণ টাইগার ক্রিকেটার অলরাউন্ডার মেহেদী হাসান বল হাতে দারুণ চমক দিয়েছিলেন বিপিএলের এবারের আসরে। বিদেশিদের ভিড়ে ব্যাট হাতে নিজেকে মেলে ধরার সুযোগ না পেলেও জাতীয় লিগের ১৯ তম আসরের শেষ রাউন্ডে দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তরুণ।




১৬০ বলে খেলা মেহেদির ১৭৭ রানের ইনিংসটি ২১টি চার ও দুই ছক্কায় সাজানো ছিল। এর মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে। জাতীয় লিগের সদ্য সমাপ্ত আসরে এটি মেহেদীর তৃতীয় সেঞ্চুরি।




এমন দুর্দান্ত পারফরমেন্সের পরও নিজের মতোই খেলতে চান এই তরুণ। কাউকে অনুসরণ করে তার মতো হতে চান না। দেশের ক্রিকেটারদের মধ্যে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং ভালো লাগে মেহেদীর। তাছাড়া, এবি ডি ভিলিয়ার্স ও উমর আকমলের খেলাও দেখেন এই তরুণ তুর্কি। 



promotional_ad



এই প্রসঙ্গে মেহেদী হাসান জানিয়েছেন, 'আসলে কাউকে ফলো করে তো আর তার মতো হওয়া যাবে না। তবে দেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানকে আমার খুব ভালো লাগে। তার বোলিং খুব ভালো লাগে। সবসময় আমি ওনার বোলিং দেখি। বিদেশে যদি বলেন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, পাকিস্তানের উমর আকমলকে ভালো লাগে। বিশেষ করে গেইলের কথা না বললেই নয়। যারা একটু বেশি মেরে খেলে তাদের ভালো লাগে।'




ব্যাটে-বলে বাংলাদেশের এই অন্যতম প্রতিভাবান তরুণের ধ্যান জ্ঞান জুড়েই ক্রিকেট। ছোটো বেলা থেকেই পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদির ভক্ত তিনি। এর ফলেই পাকিস্তানের খেলা দেখতে দেখতে দলটিরও বড় ভক্ত বনে যান এই টাইগার ক্রিকেটার।





মেহেদী হাসান জানিয়েছেন, 'আমার পছন্দের খেলা ক্রিকেট। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলেছি, স্বপ্নও ছিল ক্রিকেটার হওয়ার। তবে এখন আমি অনেক ফুটবলও খেলি। ৭-৮ বছর বয়স থেকেই পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদির ভক্ত। আফ্রিদির কারণে পাকিস্তান টিমের অনেক বড় ফ্যান ছিলাম।'


সূত্রঃ দৈনিক ইত্তেফাক



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball