promotional_ad

অ্যাশেজের চতুর্থ টেস্টে নেই স্টার্ক

promotional_ad
অ্যাশেজ সিরিজে টানা তিন ম্যাচে হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে ইংল্যান্ডের। তবে হোয়াইটওয়াশ না হতে চাইলে বাকি দুই টেস্টের কমপক্ষে একটিতে জয় তুলে নিতে চাইবে ইংলিশরা। মেলবোর্ন টেস্টেই সেই সুযোগ পাচ্ছে জো রুটরা।

কারণ মেলবোর্নে অনুষ্ঠিত  সিরিজের চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়া দলের পেস আক্রমণের সেরা অস্ত্র মিচেল স্টার্ক। বক্সিং ডে টেস্টে স্টার্ক নিজে থেকেই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। পায়ের গোড়ালিতে চোট খুব বেশি গুরুতর না হলেও, নিজেকে শতভাগ ফিট মনে না করায় এই টেস্ট খেলা থেকে বিরত থাকছেন স্টার্ক।

এই তারকার বদলে অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়ার কথা জ্যাকসন বার্ডের।সম্প্রতি ইংলিশ পেসার পেসার জেমস অ্যান্ডারসনের একটি মন্তব্য তাতিয়ে দিয়েছেন অজিদের। ইংলিশ পেসার জানিয়েছেন, স্টার্ককে ছাড়া জস হ্যাজলউড আর প্যাট কামিন্স খুব বেশি কিছু করার সামর্থ্য রাখেন না।

স্টার্ককে ছাড়াই ইংল্যান্ডকে গুড়িয়ে দেয়ার সামর্থ্য অজিদের থাকলেও মেলবোর্নে সেটা করে দেখাতে হবে স্মিথদের। স্টার্কেরও চিন্তা এমনটাই, 'তারা এই সিরিজে এখনও আমাদের ২০ উইকেট নিতে পারেনি, আমরা নিয়েছি। এমন কথা তাই হাস্যকরই। জ্যাকোকে (বার্ড) নেটে সামলাতে পছন্দ করি না আমি। তাই আমি দেখতে মুখিয়ে আছি, ইংলিশ ব্যাটসম্যানরা কি করে তাকে সামলায়।'

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিংয়ের শক্তিমত্তা নিয়ে প্রশ্নের কোনো কারণ দেখছেন না স্টার্ক। জস হ্যাজালউড একাই পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বোলিংয়ের গভীরতা দেখাবেন বলে পালটা তীর ছুঁড়েছেন স্টার্ক। তাছাড়া, শতভাগ ফিট না হলে, মাঠে নামার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।

স্টার্কের ভাষ্যমতে, 'আমরা মনে হয়, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলিংয়ের গভীরতা নিয়ে বড় দুশ্চিন্তার বিষয় আছে তাদের। আশা করছি, জ্যাকো পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটের বিশেষ করে বোলারদের গভীরতাটা দেখাবে। ক্রিকেট মিস করাটা আনন্দের নয়। তবে শতভাগ ফিট না হয়ে তো আমি খেলতে নামার মত স্বার্থপরতা দেখাতে পারি না।'



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball