promotional_ad

দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটের মান বাঁচালেন রাজিন

promotional_ad

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে চিটাগংয়ের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরিতে ম্যাচ বাঁচিয়েছেন সিলেটের তারকা ব্যাটসম্যান রাজিন সালেহ। এই ড্রয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সিলেটের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলীও।




শেষ দিনে জয়ের জন্য চট্টগ্রামের বোলারদের সামনে লক্ষ্য ছিল সিলেটের ৮ উইকেট। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ প্রায় জিতেই নিয়েছিল চট্টগ্রাম। তবে, প্রাচীর হয়ে দাঁড়িয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টাদশ সেঞ্চুরি পূরণ করে সিলেটের মান বাঁচান রাজিল সালেহ।




দিন শেষে সিলেট ৭ উইকেটে ৩০৯ রান করলে দু দলের অধিনায়কই ড্র মেনে নেন। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে শনিবার ২ উইকেটে ৭৮ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। জয়ের জন্য শেষ দিন তাদের দরকার ছিল ৩৮১ রান।




এই রান তাড়া করার কোনো চেষ্টাই করেনি সিলেট। তারা দিনের শুরুতেই আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন ও নাইটওয়াচম্যান এনামুল হক জুনিয়রের উইকেট হারায়। তারপর, জাকির হাসানের সঙ্গে নিয়ে ৫১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন রাজিন।




প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ইফতেখার সাজ্জাদের বলে জাকির সাজঘরে ফিরে গেলে বিপদে পড়ে সিলেট। তারপর রাজিনের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন শাহানুর রহমান। এই জুটিতে শাহনুরের অবদান মাত্র ৯ রান। 





promotional_ad

মাত্র ৯ রান করলেও দারুণ টেস্ট মেজাজে ছিলেন শাহনুর। ওই রান করতে অলরাউন্ডার খেলেন ৮৯ বল। তারপর, জাকেরের সঙ্গে রাজিনের ১২০ রানের জুটি চট্টগ্রামের জয়ের আশা শেষ করে দেয়। সেঞ্চুরি করে সাজ্জাদের বলে তাসামুল হককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রাজিন সালেহ।




তার ২৫৪ বলের ইনিংসটি ১২টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল। দিনের বাকি সময়টুকু আবুল হাসানকে দেখেশুনে নিয়ে কাটিয়ে দেন জাকের। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ১২৭ বলে ৭টি চারে তিনি অপরাজিত থাকেন ৪৬ রানে। 




সংক্ষিপ্ত স্কোর:




চট্টগ্রাম ১ম ইনিংস: ২১৫




সিলেট ১ম ইনিংস: ১৩৭





চট্টগ্রাম ২য় ইনিংস: ৩৮০/৭ ডিক্লে.




সিলেট ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ৭৮/২) ১২৬ ওভারে ৩০৯/৭ (সায়েম ৪৮, শানাজ ১৮, ইমতিয়াজ ১৩, এনামুল জুনিয়র ৭, জাকির ৩৪, রাজিন ১০৪, শাহানুর ৯, জাকের ৪৬*, হাসান ৮*; সাইফ ১/৪২, রানা ৩/৬৮, সাজ্জাদ ৩/১১২, শাখাওয়াত ০/৫৮, মুমিনুল ০/১১, তাসামুল ০/৪, সাজ্জাদুল ০/৩)




ফল: ম্যাচ ড্র




ম্যান অব দ্য ম্যাচ: রাজিন সালেহ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball