promotional_ad

এক ম্যাচে এনামুলের ঊনিশ নো বল!

promotional_ad

সিলেট ডিভিশনের হয়ে তিন ম্যাচ খেলেছিলেন অভিজ্ঞ স্পিনার এনামুল হক জুনিয়র। একবার দশ উইকেট সহ মোট ১৬ উইকেটে পেয়েছেন এবারের মৌসুমে। মৌসুমে একটি ম্যাচ অব দ্যা ম্যাচ ছাড়া আসর জুড়ে নিজের ছায়া হয়ে ছিলেন এনামুল।


তবে জাতীয় লীগের শেষ রাউন্ডে এসে চোখ কপালে তোলার মত কান্ড করে বসলেন বাংলাদেশের প্রথম শ্রেণীর ইতিহাসে দ্বিতীয় সেরা উইকেট শিকার এনামুল। ঘরের মাঠে দুই ইনিংস বল করে ১৯টি নো বল করেছেন তিনি।


দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট পেলেও স্পিনার হিসেবে ১৯টি নো বল করায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ৩১ বছর বয়সী এনামুলকে। এনামুলদের কোচ মিজানুর রহমান বাবুল এনামুলের অ্যাকশনের সমস্যাকে নো বলের কারন বলছেন। 



promotional_ad



‘ওর (এনামুল) বোলিং অ্যাকশনে কিছুটা সমস্যা হচ্ছে। এবারের লিগের শুরুতে কিছুটা সমস্যা হয়েছিল। পরবর্তীতে ঠিক হয়েছিল। বিপিএলে পুরো সময়টা বসে ছিল। একটা লম্বা গ্যাপ পড়ে যাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।’ (রাইজিংবিডি)


তবে এনামুলের নো বল সমস্যা আসরের শুরু থেকেই দেখা যাচ্ছিলো। প্রায় প্রতি ইনিংসেই গড়ে ৭-৮টি নো বল করেছেন তিনি। তিন ম্যাচ খেলে মোট ৩৭ বার ফ্রন্ট ফুট নো বল করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল। 



বিসিবির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) কর্মকর্তা ফয়সালের কাছে অবশ্য এনামুলের নো বল কান্ড চোখে পড়লে 'ইচ্ছাকৃত' মনে হচ্ছে না। মূলত আনুষ্ঠানিকতার ম্যাচ হওয়ায় বিষয়টি আড়াল হয়ে গেছে বলে মনে করেন তিনি।


ছবিঃ রাইজিং বিডি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball