সহজেই ম্যাককালামদের হারালো ফিঞ্চের রেনেগেডস

ঘরোয়া
সহজেই ম্যাককালামদের হারালো ফিঞ্চের রেনেগেডস
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

বিগ ব্যাশে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেল ব্রেন্ডন ম্যাককালামের ব্রিসবেন হিট। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে সাত উইকেটের বড় হার সইতে হয় তাদের। 

মেলবোর্নের ঘরের মাঠে আগে ব্যাট করে জ্যাক ওয়াইল্ডারমুথের বোলিং তোপে দাঁড়াতেই পারে নি ব্রিসবেন হিটের টপ অর্ডার ব্যাটসম্যানরা। ব্যাটিং পাওয়ারপ্লেতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে ম্যাককালামরা। 

পরবর্তীতে অ্যালেক্স রস চল্লিশ ছাড়ানো ইনিংস খেললেও মিডেল ওভারে এসে খেই হারায় ব্রিসবেন। অভিজ্ঞ ব্র্যাড হগ ও ডোয়াইন ব্রাভোর বোলিংয়ে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয় ম্যাককালাম অ্যান্ড কোং। 

শেষ পর্যন্ত ২০ ওভারে মাত্র ১৩২ রান তুলতে সক্ষম হয় ব্রিসবেন হিট। জ্যাক ওয়াইল্ডারমুথ তিনটি উইকেট নেন।

ব্র্যাড হগ ও ডোয়াইন ব্রাভো দুইটি করে উইকেট শিকার করেন। 

মাঝারি পুঁজি তাড়া করতে নেমে তরুন লেগি সাদাব খান দুই উইকেট নিয়ে মেলবোর্নের কাজ কঠিন তোলে। তবে অভিজ্ঞ ক্যামেরন হোয়াইট ও টম কুপারের জোড়া ফিফটিতে সহজ জয় পায় রেনেগেডস।  হোয়াইট ৫১ রান করে আউট হলেও কুপার ৫২ রানে অপরাজিত থাকেন। 

মেলবোর্ন রেনেগেডসঃ অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, ক্যামেরন হোয়াইট, টম কুপার, ব্র্যাড হজ, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী, টিম লুডেম্যান, কেন রিচার্ডসন, ব্র্যাড হগ, জ্যাক ওয়াইল্ডারমুথ।

ব্রিসবেন হিটঃ জিমি পিয়ারসন , ব্রেন্ডন ম্যাককালাম , স্যাম হেজলেট, মার্নস লাবাসচ্যাঞ্জ, অ্যালেক্স রস, বেন কাটিং, শাদাব খান, মার্ক স্টিকিটি, জস লোলার, ব্রেন্ডন ডগগেট, মিচেল সোয়েপসন।

আরো পড়ুন: this topic