প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি অর্জন করতে এনামুল হক বিজয়কে খেলতে হয়েছে ৬৩টি ম্যাচ! অথচ দ্বিতীয় ডাবল সেঞ্চুরি মাত্র পাঁচ ম্যাচের ব্যবধানে অর্জন করলেন বিজয়।
সময়ের হিসাবে সেটা তিন মাসের বেশি। তার দ্বিতীয় ডাবলেই শিরোপা জয়ী হয়েছে খুলনা। অবদান রাখতে পেরে দারুণ খুশি জাতীয় দলের এই অবহেলিত ক্রিকেটার। মিডিয়াকে জানিয়েছেন,
"এখানে ভূমিকা রাখতে পেরে দারুণ লাগছে। আর এই বছরে আমার ডাবল সেঞ্চুরি দুইটা হল। প্রথম ডাবল সেঞ্চুরির সময় বলেছিলাম যে যখন কোনো ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করে সেটা তখন তার স্বভাবে পরিণত হয়।"
প্রসঙ্গত, গত শুক্রবার ঢাকার বিভাগের বিপক্ষে ষষ্ঠ ও শেষ রাউন্ডে ২০২ রান করেছিলেন এনামুল হক। তার আগে গত ১৮ সেপ্টেম্বর রংপুর বিভাগের বিপক্ষে ২১৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন এনামুল।
সেটাই তার ক্যারিয়ার সেরা রান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে খেলা ৬৮ টি ম্যাচে মোট ১৩টি সেঞ্চুরি ও ২৩টি হাফসেঞ্চুরির মালিক এনামুল। একইসাথে তার ডাবল সেঞ্চুরি আছে দুটি।
ক্রমাগতই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন এনামুল। তবে জাতীয় দলে উপেক্ষিত হয়ে আছেন তিনি। শেষবার ২০১৫ সালের নভেম্বরে খেলেছিলেন লালসবুজের জার্সি গায়ে।