promotional_ad

নাসিরের ক্যারিয়ার সেরা ইনিংসে রানের এভারেস্টে রংপুর

promotional_ad

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে তৃতীয় দিন বরিশালের চেয়ে ৭১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছিলো নাসির হোসেনদের রংপুর বিভাগ। আগের দিনই দুর্দান্ত একটি শতক হাঁকিয়ে দিন শেষ করেছিলেন টাইগার অলরাউন্ডার নাসির। 


আজ তৃতীয় দিন খেলতে নেমেও দারুণ শুরু করেন নাসির।  দুর্দান্ত ব্যাটিং করে বরিশালের বোলারদের রীতিমত কাঁদিয়ে খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। তুলে নিয়েছেন দুর্দান্ত একটি ডাবল সেঞ্চুরি। আর নাসিরের তান্ডবলীলায় তাঁর দল রংপুর তৃতীয় দিন শেষ করেছে ৫৭০ রানের বিশাল সংগ্রহ নিয়ে।


ক্রিজে টাইগার এই অলরাউন্ডার এখনও অপরাজিত আছেন ২৭০ রানে। মেরেছেন ২১টি চার এবং ২টি বিশাল ছক্কা।  আগামীকাল ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর লক্ষ্য নিয়েই দিনের খেলা শুরু করবেন নাসির। আর নাসিরের সাথে ৫ রান নিয়ে খেলতে নামবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষ।


এদিকে দুর্দান্ত এই ইনিংসটি খেলার পথে নাসির ছাড়িয়ে গেছেন তাঁর নিজের গড়া আগের রেকর্ডটিকেও। চারদিনের ম্যাচে তাঁর আগের সেরা ইনিংসটি ছিলো ২০১ রানের। ব্যাট হাতে আরো একবার নিজেকে প্রমাণ দিয়ে যেন নির্বাচকদেরও এক হাত নিলেন একসময়ের ফিনিশার খ্যাত এই ক্রিকেটার। 



promotional_ad

আজ বরিশালের বিপক্ষে ৪ উইকেটে ২৬৪ রানে দিন শুরু করেছিলেন রংপুরের দুই অপরাজিত ব্যাটসম্যান নাসির ও আরিফুল হক। নাসিরের পাশাপাশি দারুণ খেলেছেন বিপিএল মাতানো আরিফুলও। নাসিরের সাথে তাঁর জুটিটি ছিলো ৩৬৮ রানের। 


যেভাবে খেলছিলেন একটা সময় মনে হয়েছিলো তাঁর ডাবল সেঞ্চুরিও অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত আরিফুলকে থামতে হয়েছে ১৬২ রানে। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ৫৫৩ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করানোর পর কামরুল ইসলাম রাব্বির একটি বলে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দেন আরিফুল।


ফলে দ্বিশতকের স্বপ্ন ভঙ্গ হয় তাঁর। দিনের প্রায় শেষের দিকে আরিফুল ফিরে গেলে বাকি সময়টা ধীমান ঘোষকে সাথে নিয়ে নিরাপদে পার করেন নাসির হোসেন। বরিশালের থেকে ২৩৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে রংপুর।   


এর আগে ম্যাচের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সায়মন আহমেদের উইকেট হারালেও লিটন দাস এবং সোহরাওয়ার্দী শুভ'র ব্যাটে লড়তে থাকে রংপুর। কিন্তু মাত্র ১১ রান করে সোহরাওয়ার্দী শুভও বিদায় নেন। এরপর নাইমকে সঙ্গে নিয়ে দলের পক্ষে রান তুলতে থাকেন লিটন দাস। তবে ব্যক্তিগত ৪৩ রানে লিটন দাসও বিদায় নেন।



এরপর নাইম এবং নাসিরের ব্যাটে লড়তে থাকে রংপুর। দুজনই তুলে দেন ফিফটি। নাইম ৫৪ রান করে বিদায় নিলেও আরিফুল হককে সঙ্গে নিয়ে দলের পক্ষে রান তুলতে থাকেন অভিজ্ঞ নাসির।


বরিশালের বোলারদের দেখে শুনে খেলে নাসির তুলে নেন শতক। এরপর নাসির এবং আরিফুলের ব্যাটে আর কোন উইকেট না হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে রংপুর।দ্বিতীয় দিন শেষে রংপুরের সংগ্রহ ছিলো ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান।


আর নিজেদের প্রথম ইনিংসে ৩৩৫ রানে অল আউট হয়েছিলো বরিশাল। বরিশালের হয়ে সোহাগ গাজী সর্বোচ্চ ৯৯ রান করেছিলেন। এছাড়াও উইকেট রক্ষক নুরুজ্জামান ৫৮ এবং আল-আমিন করেন ৫০ রান।  রংপুরের পক্ষে ৫৩ রানে ৩ উইকেট শিকার করে সবথেকে সফল বোলার তানবির হায়দার। এছাড়াও ৫৪ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার শুভাশিষ রায়। অপরদিকে আরিফুল হক নিয়েছেন ৬৮ রানে ৩ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball