সোহাগ গাজীর এক রানের আফসোস

ঘরোয়া
সোহাগ গাজীর এক রানের আফসোস
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

জাতীয় লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের খেলা মাঠে গড়িয়েছে বুধবার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে মাঠে নামে বরিশাল বিভাগ। এই ম্যাচের শুরুতে বরিশালের অধিনায়ক ফজলে রাব্বি টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বরিশালের। তারা ২১ রানেই অধিনায়ক রাব্বির উইকেটটি হারায়। এই ওপেনার মাত্র ১ রান করে শুভাশিস রায়ের বলে নাঈম ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

ওয়ান ডাউনে নামা ব্যাটসম্যান সালমান হোসেনকে ধীমান ঘোষের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় শিকার বানান শুভাশিস। এরপর আরেক ওপেনার রাফসান আল মাহমুদ ২৫ রান করে আরিফুল হকের শিকার হয়েছেন ধীমান ঘোষের হাতে ক্যাচ দিয়ে।

পরবর্তীতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বরিশাল মোহাম্মদ আল-আমিনের ব্যাটে ঘুরে দাঁড়ায়। আল- আমিনের ব্যাট থেকে এসেছে দারুণ এক অর্ধশতক। ৫০ রান করে তিনি তানভীর হায়দারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন।

এরপর শুরু থেকেই মেরে খেলতে থাকা সোহাগ গাজী ৯৯ রান করে সাজেদুল ইসলামের বলে নাসিরের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। ফেরার আগে নুরুজ্জামানের সাথে ১৪৫ রানের অনবদ্য একটি জুটিও গড়েছিলেন গাজী।  এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান শামসুল ইসলামকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা দেখে শুনে পার করেছেন নুরুজ্জামান।

দিন শেষে বরিশালের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ৫১ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে শামসুল ২ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন। এর ফলে প্রথম দিন শেষে বরিশালের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৮০ রান।

আরো পড়ুন: this topic