promotional_ad

অনন্য মাইলফলকের সামনে 'উপেক্ষিত' তুষার

promotional_ad

বাংলাদেশ প্???িমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর শেষ হওয়ার পর আজ থেকে আবারো শুরু হতে যাচ্ছে ১৯তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। আজ সাভারের বিকেএসপিতে এনসিএলের ষষ্ঠ রাউন্ডে প্রথম টায়ারের ম্যাচে ঢাকা ডিভিশনের মুখোমুখি হবে খুলনা ডিভিশন। 


আর এই ম্যাচের আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন খুলনা ডিভিশনের অন্যতম সেরা ব্যাটসম্যান তুষার ইমরান। জাতীয় দল থেকে ব্রাত্য এই টাইগার ব্যাটসম্যান ষষ্ঠ রাউন্ডের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৪৩ রান করতে পারলেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করার বিরল রেকর্ড গড়বেন। 


এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫১ ম্যাচ খেলে নয় হাজার ৮৫৭ রান সংগ্রহ করেছেন ৩৪ বছর বয়সী তুষার। ইতিমধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। 



promotional_ad

এখন পর্যন্ত চলতি এনসিএলে পাঁচ রাউন্ড মিলিয়ে ৭ ইনিংসে ব্যাট হাতে ৬২.৩৩ গড়ে ৩৭৪ রান সংগ্রহ করেছেন তুষার। যেখানে তাঁর নামের পাশে রয়েছে একটি শতক এবং চারটি অর্ধশতক। ।


এর আগে ২০০০ সালে সর্বপ্রথম প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিলো তুষার ইমরানের। এরপর থেকেই ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে এসেছেন তিনি। এখন পর্যন্ত ১৫১ ম্যাচে ২৪টি শতক হাঁকানোর পাশাপাশি ৫৩টি অর্ধশতকও হাঁকিয়েছেন তিনি। আর ডাবল সেঞ্চুরি করেছেন দুইবার। 


তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করলেও জাতীয় দলে এখনও ব্রাত্যই হয়ে থাকলেন তুষার। ২০০৭ সালে সর্বশেষ টেস্ট এবং ওয়ানডে খেলা এই ডানহাতি ব্যাটসম্যান নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করে গেলেও নির্বাচকদের বিবেচনায় আসতে ব্যর্থই হচ্ছেন বারংবার। 



ছবি- বিসিবি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball