বছরের শুরুতেই ডিপিএল

ঘরোয়া
বছরের শুরুতেই ডিপিএল
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

বছরের শুরতেই শুরু হচ্ছে ঘরোয়া লীগের জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল)। আগামী ২০ই জানুয়ারি শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) এর নতুন সভাপতি কাজী ইনাম আহমেদ নিজেই জানিয়েছেন এমন সংবাদ।

২০ই জানুয়ারির বেশ কিছুদিন (দশ-বারো দিন) আগে হবে প্লেয়ার ড্রাফ্‌ট। সাংবাদিক সম্মেলনে ডিপিএল ক্রিকেটারদের পারিশ্রমিক যেন নিশ্চিত হয়, এতেও গুরুত্ব ফুটে উঠেছে তার কথায়।

কাজী ইনাম জানিয়েছেন, "প্রতি দল ইচ্ছে করলে আগের বারের চারজন ক্রিকেটারকে রেখে দিতে পারবে, এমন চিন্তাও করছি আমরা। তবে সেটা ক্লাবগুলোর সাথে কথা বলে তারপর চূড়ান্ত হবে।

আর গত বছর কোন ক্রিকেটার কেমন পেয়েছে, আমাদের তো একটা ধারণা আছে। আমরা চেষ্টা করবো যাতে যার যেমন মান, সে যেন ওই অনুযায়ী পারিশ্রমিক পায়। গত বছর যে যেমন মূল্য পেয়েছে, সেটা বিবেচনা করে মোটামুটি যাতে তার কাছাকাছি পায় সে চেষ্টা করবো।"

একইসাথে টি-টুয়েন্টি প্রিমিয়ার লীগ চালু করার ব্যাপারেও আশ্বাস দিয়েছেন তিনি। ২০০৭ সালের পরে এই লীগ নতুন ভাবে চালু করার ব্যাপারে সভাপতির বক্তব্য, "আমরা এবার আবার প্রিমিয়ার লিগে ৫০ ওভারের পাশাপাশি টি-টোয়েন্টি লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। 

সুপার লিগের ছয় না হয় সেরা আট দলকে নিয়ে টি-টোয়েন্টি লিগ আয়োজনের কথা ভাবছি। আমরা চাচ্ছি, এক সপ্তাহ সময় বের করে শেরে বাংলায় টি -টোয়েন্টি লিগ আয়োজনের। তাতে ব্রডকাস্টাররাও দেখাতে পারবে। দলগুলোও একটা উৎসাহ পাবে।"


আরো পড়ুন: this topic