promotional_ad

দুই সিডনির লড়াইয়ে শুরু বিগ ব্যাশ

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামলেও ছোট সংস্করণের ক্রিকেট উপভোগ করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছেন??? ক্রিকেট সমর্থকদের। আজ (১৯ই ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে জাঁকজমক টি-টুয়েন্টি লিগ বিগ ব্যাশের সপ্তম আসর।


ক্রিকেটারদের নিপুন প্রদর্শনীতে আগের ৬ টি আসর সফলভাবে কাটালেও এবারও যে তার ব্যতিক্রম হবে তা বেশ অনুমেয়।বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে সিডনির দুই নগর প্রতিদ্বন্দ্বী সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্স।


বাংলাদেশ সময় পৌনে তিনটায় সিডনি শো-গ্রাউন্ড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। লিগের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে দুই দলই চাইবে টুর্নামেন্টে শুভ সূচনা করতে।এর আগে মাইকেল হাসির নেতৃত্বে বিগ ব্যাশের ২০১৫-১৬ মৌসুমে প্রথমবারের মত শিরোপা ঘরে তোলে থান্ডার্সরা।



promotional_ad

কিন্তু গত আসরে শেন ওয়াটসনের নেতৃত্বে থান্ডার্সরা যেন খেই হারিয়ে ফেলে। বলে ব্যাটে বাজে পারফরম্যান্সের কারণে টেবিলে তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয় দলটিকে। থান্ডার্সরা গতবার সবচেয়ে বেশি ভুগেছে বোলিংয়ে। তাই এবার মিচেল ম্যাকক্লেনাঘানের মত বোলারকে দলে ভিড়িয়ে ভালো শুরুর অপেক্ষা করছে দলটি। আর নেতৃত্ব আছে অভিজ্ঞ শেন ওয়াটসনের কাঁধেই। এদিকে, বিগ ব্যাশের প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছিল সিডনি সিক্সার্স।


এরপর দুইবার রানার্স আপ হলেও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি দলটি। তবে গত আসরে বলে ব্যাটে অসাধারণ পারফর্মেন্সে ফাইনালে উঠেছিল মোসেস হেনরিকের দলটি।


এবারও বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে দলে ভিড়িয়ে শিরোপাতেই চোখ রাখছে দলটি। এছাড়াও, অ্যাশেজের কারণে দুই দলই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জ্যাকসন বার্ডদের দলে পাচ্ছেনা।



সিডনি সিক্সার্স স্কোয়াডঃ মাইকেল লাম্ব, স্যাম বিলিংস, ড্যানিয়েল হিউজেস, মোয়েসেস হেনরিকস, বেন দুরশুই, স্টিভ ও'কিফ, জেসন রায়, জর্ডান সিল্ক, উইলিয়াম সোমারভিলি, মিচেল স্টার্ক, হেনরি থর্নটন, কলিন মুনরো, জো মিনি, নাথান লায়ন, জস হ্যাজেলউড, ব্র্যাড হ্যাডিন, হ্যারি কনওয়ে, রায়ান কার্টস, জোহান বোথা, ডগ বোলিঞ্জার, জ্যাকসন বার্ড, শ্যান অ্যাবট।সিডনি থান্ডার্স স্কোয়াডঃ শেন ওয়াটসন, উসমান খাজা, ইয়ন মরগান, জেক ডারান, কেরোড হোয়াইট, অর্জুন নাইয়ার, কলাম ফার্গুসন, অ্যালিস ম্যাকডারমট, বেন রোহের, কার্টিস প্যাটারসন, প্যাট কামিন্স, এডেন ব্লিজার্ড, ক্লিন্ট ম্যাককে, গুরুিন্দার সংধু, ফাওয়াদ আহমেদ, ক্রিস গ্রিন, রায়ান গিবসন , মিচেল ম্যাকক্লেনাঘান, জে লেনটন



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball