promotional_ad

টি-১০ লীগের রেকর্ড বুকে তামিম ইকবাল

promotional_ad

এতদিন ক্রিকেটের আধুনিক সংস্করণ হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটকেই অভিহিত করতেন সকলে। কিন্তু সেই সময় এবার বুঝি অতীত হতে চললো। কেননা এবার ক্রিকেট বিশ্বে আবির্ভাব ঘটেছে ১০ ওভারের টুর্নামেন্ট টি-১০ ক্রিকেট লীগ। 


সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যে শুরু হয়েছে এই টুর্নামেন্টের প্রথম আসর। আর ক্রিকেটের নব্য এই ফরম্যাটে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের দুই প্রাণভোমরা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।  


এখন পর্যন্ত দুইজনই টুর্নামেন্টের দুটি ম্যাচ খেলেছেন। তবে কেরালা কিংসের হয়ে সাকিব ব্যাট এবং বল হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ খুব একটা না পেলেও পাখতুনসের হয়ে খেলতে নেমে ইতিমধ্যে নিজের জাত চিনিয়েছেন টাইগার ওপেনার তামিম।


চার ছক্কার ফুলঝুরি ছুটিয়ে টি-টেন টুর্নামেন্টের রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছেন এই ড্যাশিং ব্যাটসম্যান। এখন পর্যন্ত টুর্নামেন্টে একটি অর্ধশতক হাঁকিয়ে সবার ওপরে অবস্থান করছেন তামিম। 



promotional_ad

টিম শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ২৭ বলে ৫ চার এবং ৪ ছয়ে অপরাজিত ৫৬ রান করেছিলেন টাইগার এই ব্যাটসম্যান। যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিলো ২০৭.৪০। দুর্দান্ত এই ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরষ্কারটিও নিজের করে নেন তামিম। 


এখন পর্যন্ত ব্যাটিং গড়ের দিক থেকেও সেরাদের কাতারে রয়েছেন চট্টগ্রামের খান সাহেব। ৬৪ গড়ে তাঁর অবস্থান তালিকার চার নম্বরে। ১২৫ ব্যাটিং গড়ে শীর্ষে অবস্থান করছেন প্রোটিয়া হার্ডহিটার ডেভিড মিলার। 


শুধু তাই নয়, এক ইনিংসে সর্বোচ্চ রানের দিক থেকেও অনেকটা এগিয়ে তামিম। ৫৬ রান করে তাঁর অবস্থান সাত নম্বরে। আর ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলা মিলার আছেন শীর্ষে। এরপর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে আছেন রাইলি রুশো, পল স্টার্লিং, রাজাপাকসে, শোয়েব মালিক ও অ্যালেক্স হেলস।


এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানো ব্যাটসম্যানদের তালিকাতেও সপ্তমে অবস্থান তামিমের। ৫টি চার এবং ৪টি ছয় মেরেছেন তিনি এখন পর্যন্ত। এক ইনিংসে ১০টি চার এবং ৩টি ছয় নিয়ে শীর্ষে আছেন পল স্টার্লিং। এরপর ৫ চার এবং ৬ ছয় নিয়ে দ্বিতীয়তে আছেন রাইলি রুশো। আর ৭টি ছয় ও ৩টি চার নিয়ে তৃতীয়তে অবস্থান ডেভিড মিলারের।



ছবি-সংগৃহীত



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball