promotional_ad

উন্নতির ধারা বজায় রাখুক আরিফুলরা

promotional_ad

গত দুই তিন বছর ধরেই দুর্দান্ত খেলছে বাংলাদেশ দল। চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফর বাদ দিলে প্রায় প্রতিটি সিরিজেই নিজেদের সামর্থ্য জানান দিয়েছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে যেমন দারুণ খেলছে বাংলাদেশ, তেমনি টেস্ট ক্রিকেটেও পড়েছে উন্নতির ছাপ। তবে, সেই তুলনায় টি২০ ক্রিকেটে খুব একটা ঝলক দেখাতে পারেনি টাইগাররা।


তারপরও বিপিএলে ভালো করে জাতীয় দলে ঢোকা বেশ কঠিনই তরুণ ক্রিকেটারদের জন্য। এই সীমিত ওভারের ক্রিকেটের টুর্নামেন্টে ভালো খেলে আরিফুল হক, জাকির হাসান কিংবা আফিফ হোসেনদের মতো তরুণ পারফর্মাররা বড়জোর সুযোগ পেতে পারেন এইচপি কিংবা ‘এ’ দলে।


আর সেখানেই নিজেদের উন্নতির প্রমাণ দিতে পারলে জাতীয় দলে সুযোগ মিলতে পারে। তবে, তাদের ধারাবাহিক পারফরমেন্স দিয়ে, নিজেদেরই প্রমাণ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন।


বিপিএলের গত আসরে দারুণ খেলে নজর কেড়েছিলেন মেহেদী মারুফ। এরপর ডাক পেয়েছিলেন জাতীয় দলের ক্যাম্পে। দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরও করেছিলেন। কিন্তু এরপর ধারাবাহিকতার অভাবে আলোচনা থেকেই ছিটকে পড়েছেন তিনি। চলতি বিপিএলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মারুফ।



promotional_ad

মারুফের উদাহরণ টেনেই বাশার জানিয়েছেন, ‘আমরা সবাইকে সুযোগ দিয়ে থাকি। সে সুযোগটা কাজে লাগানো কিন্তু ওই ব্যক্তির ব্যাপার। যে পারফর্ম করে তাকে কোনো না কোনোভাবে সামনে নিয়ে আসার চেষ্টা করি। তার ভাল খেলাটা তাকেই দেখিয়ে যেতে হবে।’


এবারের বিপিএলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার দুর্দান্ত পারফরমেন্সে আলো ছড়িয়েছেন। তাদেরই একজন খুলনা টাইটান্সের হার্ডহিটার ব্যাটসম্যান আরিফুল হক। শেষ দিকে নেমে খুলনা টাইটান্সের হয়ে কয়েক ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি।


দলের প্রয়োজনে আগ্রাসী ব্যাটিংয়ে দলের রানের গতিও বাড়িয়েছেন। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ জাতীয় দলের নির্বাচক বাশার। তবে শুধু আরিফুল নন, এই সাবেক অধিনায়কের নজর কেড়েছেন আরও অনেকে,


‘সে (আরিফুল) খুব ইমপ্রেসিভ। এরকম ইমপ্রেসিভ পারফরম্যান্স আরও অনেকেই করেছে। আমাদের নির্বাচন প্রক্রিয়ায় যারা ভাল করেছে এইচপি টিম অথবা এ টিমে কিন্তু খেলেছে। ওইখান থেকে নিজেকে এগিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্ত ওই খেলোয়াড়ের।’



তবে শুধু বিপিএলের পারফরমেন্স দিয়েই কোনো ক্রিকেটারকে বিবেচনা করতে নারাজ বাশার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলা ক্রিকেটারদের নিয়েই ভাবতে চান তিনি,


‘দেখুন, আমরা শুধু বিপিএলের উপর ফোকাস করি না। যাদের ওপর ফোকাস থাকে ছয় মাস-এক বছর ধরেই আমাদের ফোকাস থাকে। বিপিএলে যারা ভাল করে তাদের আন্তর্জাতিক ম্যাচে পারফর্ম করতে সুবিধা। এখানে অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড় খেলে থাকেন। কিন্তু আমরা শুধু বিপিএল দেখি না। যাদের দেখছি ছয় মাস-এক বছর ধরে দেখছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball