promotional_ad

মুম্বাই ছেড়ে গোয়ায় জয়সাওয়াল

লম্বা সময় মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলেছন যশস্বী জয়সাওয়াল
অর্জুন টেন্ডুলকার, সিদ্ধেশ লাডসহ মুম্বাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার গোয়ায় যোগ দিয়েছেন। তাদের পথে হাঁটলেন যশস্বী জয়সাওয়াল। ভারতের উদীয়মান ব্যাটার মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করলেও আগামী মৌসুমে গোয়ার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন। গোয়ার হয়ে খেলতে জয়সাওয়ালকে এনওসি দিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।

promotional_ad

অনূর্ধ্ব-১৯ থেকেই মুম্বাই রাজ্য দলের হয়ে খেলছেন জয়সাওয়াল। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেট অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনারের। রঞ্জি ট্রফিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৫৩.৯৩ গড়ে ৮৬৩ রান করেছেন তিনি। কয়েক বছর পর খেলার পরই মুম্বাই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। এ ছাড়া জাতীয় দলের হয়ে তিন সংস্করণেই অভিষেক হয়েছে জয়সাওয়ালের। 


আরো পড়ুন

জয়সাওয়ালকে আউট দেয়ার সিদ্ধান্তে শরফুদ্দৌলার পক্ষে রোহিত-টফেল

৩০ ডিসেম্বর ২৪
মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেছেন যশস্বী জয়সাওয়াল, ক্রিকেট অস্ট্রেলিয়া

আক্রমণাত্বক ব্যাটিংয়ের সঙ্গে ধারাবাহিকভাবে রান করায় সবার নজরে এসেছেন তিনি। রঞ্জি ট্রফির আগামী মৌসুমে খেলার সুযোগ পেয়েছে গোয়া। এলিট গ্রুপে সুযোগ পেয়েই দেশের বিভিন্ন রাজ্য ক্রিকেটারদের দলে নেয়ার চেষ্টা চালাচ্ছে তারা। সেটারই অংশ হিসেবে জয়সাওয়ালকে প্রস্তাব দিয়েছে গোয়া। যেখানে অধিনায়ক হওয়ার সুযোগ থাকছে বাঁহাতি ব্যাটারের। 



promotional_ad

এমন সুযোগ পেয়েই মুম্বাই ছেড়ে গোয়ায় যোগ দিয়েছেন জয়সাওয়াল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘গোয়া আমাকে নতুন সুযোগের প্রস্তাব দিয়েছে এবং তারা আমাকে অধিনায়ক করতে চায়। আমার প্রথম লক্ষ্য হচ্ছে ভারতের হয়ে ভালো খেলা এবং যখন আমি জাতীয় দলের বাইরে থাকব তখন আমি গোয়ার হয়ে খেলব ও ‍টুর্নামেন্টে ভালো করার চেষ্টা করব। এটা একটা সুযোগ, আমার পক্ষে এসেছে এবং আমি ‍লুফে নিয়েছি।’


আরো পড়ুন

ইংল্যান্ড সফরে রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত

১৯ ঘন্টা আগে
ইংল্যান্ড সফরে রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত, ফাইল ফটো

বাঁহাতি ব্যাটার অবশ্য স্বীকার করেছেন মুম্বাই ছেড়ে দেয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। জয়সাওয়াল বলেন, ‘এটা আমার জন্য কঠিন একটা সিদ্ধান্ত ছিল। আজ আমি যেখানে এসেছি পুরোটাই মুম্বাইয়ের জন্য। আমি এখন যা হয়েছে মুম্বাই শহর আমাকে এটা বানিয়েছে। আমি আমার পুরো জীবনে এমসিএ’র প্রতি চির কৃতজ্ঞ থাকব।’



জয়সাওয়ালের পাশাপাশি সূর্যকুমার যাদবের সঙ্গেও আলোচনা করছে গোয়া। গুঞ্জন আছে সবকিছু বনিবনা হলে ডানহাতি ব্যাটারও গোয়ায় যোগ দিতে পারেন। এ ছাড়া হায়দরাবাদের অধিনায়ক তিলক ভার্মার সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। যদিও তাদের দুজনের গোয়ায় যাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball