দল না জিতলে সেঞ্চুরি মূল্যহীন: সোহান

ঘরোয়া
দল না জিতলে সেঞ্চুরি মূল্যহীন: সোহান
সেঞ্চুরির পর সোহান, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
মোহামেডানের কাছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব হেরে গেছে ২৩ রানে। এরপরও ম্যাচ সেরার পুরষ্কার হাতে উঠেছে ধানমন্ডির ব্যাটার নুরুল হাসান সোহানের। মূলত এই উইকেটরক্ষক ব্যাটার লড়াকু ইনিংস খেলেই ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন। মোহামেডানের বিপক্ষে শুক্রবারের ম্যাচে একাই লড়েছেন সোহান।

২১৭ রানের লক্ষ্যে মাত্র ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল তার দল ধানমন্ডি। সেখান থেকেই দলকে টেনে ১৯৩ পর্যন্ত নিয়ে যান তিনি। ইনিংসের ৪৪তম ওভারে টানা দুই ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন সোহান। তবে দলকে ম্যাচ জেতাতে পারেননি তিনি। ম্যাচ শেষে ম্যাচসেরার পুরষ্কার পেয়েও তাই আক্ষেপ থাকল সোহানের।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, 'আমি সবসময় বলি দল সবার আগে। দল না জিতলে এমন সেঞ্চুরি আমার কাছে মূল্যহীন। এটা নিয়ে আসলে বলার কিছু নেই। ম্যাচটা জিততে পারলে হয়তো এই মুহুর্তটার গুরুত্ব থাকত।'

সোহান যোগ করেন, 'ক্রিকেট সবসময়ই দলগত খেলা। ব্যক্তিগত কিছু না। দল হিসেবে আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা যে জায়গায় আছি দল হিসেবে আমাদের ভালো করতে হবে। সকালে উইকেট খুব একটা ভালো ছিল না। আমার মনে হয় মোহামেডানের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে সময় নিয়ে। আমাদের শুরুটাও ভালো হয়েছিল। মাঝে আমরা দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে ফেলেছিলাম।'

চলতি ডিপিএলে ফর্মের তুঙ্গে আছেন সোহান। এখন পর্যন্ত ৭ ম্যাচে দুই সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৬ রান করেছেন তিনি। এক ম্যাচ আগেই সোহানের ব্যাট থেকে আসে ১৩২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। এমন ফর্মের পর তার জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ফলে উইকেটরক্ষক ব্যাটারের একটি জায়গা ফাঁকাও রয়েছে। সোহান জানিয়েছেন জাতীয় দলে জায়গা পেলে নিজের সেরাটা দেবেন।

সোহান নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, 'জাতীয় দলে খেলা সবসময় একটা গর্বের ব্যাপার। চাই নিজের সেরাটা দেয়ার জন্য। সুযোগ আসলে নিজের সেরাটা দেব। ওয়ানডেতে ভালো করেছিলাম। কিন্তু যেখানে আমি শেষ করেছিলাম ওই জায়গা থেকে যেন আবার শুরু করতে পারি। ওইটাই চেষ্টা থাকবে যদি সুযোগ আসে।'

আরো পড়ুন: নুরুল হাসান সোহান