promotional_ad

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ৭৯২ উইকেট নেয়া সিডল

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ৭৯২ উইকেট নেয়া পিটার সিডল, ফাইল ফটো
প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পিটার সিডল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৯ সালেই বিদায় নেন এই পেসার। আর এক মৌসুম অবশ্য বিগ ব্যাশ লিগে খেলবেন সিডল, এরপর তাকে আর কোনো ধরনের ক্রিকেটেই দেখা যাবে না।

promotional_ad

২০০৫ সালে মেলবোর্নে সফরকারী দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সিডলের। এরপর প্রায় ২০ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স ছিল ভিক্টোরিয়ার এই পেসারের।


আরো পড়ুন

কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি

১৬ মার্চ ২৫
বিরাট কোহলি

২৩১ ম্যাচে রেকর্ড ৭৯২ উইকেট নেয়া সিডলের বিদায়ী ম্যাচে ভিক্টোরিয়ার কোচ ও অস্ট্রেলিয়া দলে সিডলের সাবেক সতীর্থ ক্রিস রজার্স বলেন, 'আমার মনে হচ্ছিল, তার সঙ্গে আবার চুক্তি করি। কিন্তু সে পুনরায় নিশ্চিত করেছে যে, এটিই শেষ। কী দারুণ এক ক্যারিয়ার! ম্যাচ শেষে মার্কাস হ্যারিস (অভিজ্ঞ ওপেনার) বলছিল যে, সে (সিডল) অস্ট্রেলিয়ান ক্রিকেটের গ্রেট এবং আসলেই সে গ্রেট।'



promotional_ad

'তার মতো খুব বেশি কেউ এখন আর নেই। তার শেষ ম্যাচে সম্পৃক্ত থাকতে পারা বিশেষ কিছু। সকালে কিছু রান করেছে সে, এরপর প্রথম ওভারে উইকেট নিয়েছে, পরে শেষ উইকেটও নিল। আার মনে হয় না, এমন চিত্রনাট্য কেউ লিখতে পারে। সব মিলিয়ে তার জন্য খুবই খুশি আমি।'


গত দুই মৌসুম ধরে ভিক্টোরিয়ার হয়ে খেলার পাশাপাশি দলটির পেস বোলারদের ‘মেন্টর’ হিসেবে কাজ করছিলেন সিডল। আগামী বিগ ব্যাশ লিগের পর থেকে ভিক্টোরিয়ার বোলিং কোচের দায়িত্ব পুরোপুরিভাবে নেবেন তিনি।



আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ টেস্ট খেলে ২২১ উইকেট নেন সিডল। ইনিংসে ৫ উইকেট ছিল আট বার। যেহেতু টেস্ট বিশেষজ্ঞ পেসার ছিলেন, তাই সীমিত ওভারের ক্রিকেটে তাকে খুব একটা খেলানো হয়নি। ২০টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেন ৪০ বছর বয়সী এই পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball