অনাকাঙ্খিত সেঞ্চুরিতে তাসকিনের বিব্রতকর রেকর্ড

ছবি: দিনটা ভুলে যেতে চাইবেন তাসকিন আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

উইকেটে এসেই মিড অফের উপর দিয়ে খেলে দুই রান নিয়ে তাসকিনের সেঞ্চুরি পূরণ করেছেন আব্দুল গাফফার সাকলাইন। রান দেয়ার সেঞ্চুরি হলেও তখনও তাসকিনের নামটা দুইয়েই ছিল। তবে তাসকিনের ওভারের শেষ বলে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে ডানহাতি পেসারকে বিব্রতকর রেকর্ডে সবার উপরে নিয়ে গেছেন আব্দুল গাফফার সাকলাইন।
ব্যাটিং ব্যর্থতায় মোহামেডানের কাছে হারল রূপগঞ্জ
১৫ মার্চ ২৫
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভারে ১০৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তাসকিন। বোলিংয়ে অনাকাঙ্খিত এক সেঞ্চুরিতে ঢাকার প্রিমিয়ার লিগ ও দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি। ডিপিএলের লিস্ট ‘এ’ ক্রিকেটে ও দেশের ক্রিকেটে তাসকিনের চেয়ে বেশি রান দেয়ার কীর্তি নেই আর কোনো বোলারের। ডানহাতি পেসার পেছনে ফেলেছেন ইকবাল হোসেনকে।
২০২৪ সালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন ইকবাল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে তাসকিন ১০৭ রান খরচ করায় খানিকটা হাঁফ ছেড়ে হয়ত বেঁচেছেন ইকবাল। ডিপিএলে সবচেয়ে বেশি খরুচে বোলিংয়ের তালিকায় তিনে আছেন মুক্তার আলী।

চলমান আসরে বিকেএসপির চার নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯ ওভারে ৯৯ রান দিয়েছিলেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের এই পেসার। ডিপিএলের বাইরে সবচেয়ে বেশি রান দিয়েছেন শাহাদাত হোসেন। ২০১১ সালে বেনোনিতে বাংলাদেশ ‘এ’ হয়ে খেলার সময় ১০৪ রান দিয়েছিলেন ডানহাতি এই পেসার। সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সেদিন উইকেটশূন্য ছিলেন তিনি।
মোহামেডানকে হারিয়ে দুইয়ে বিজয়ের গাজী ক্রিকেটার্স
৪ ঘন্টা আগে
বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রান দেয়ার কীর্তিটা শফিউল ইসলামের। ২০১০ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৯৭ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। একই বছর পাকিস্তানের বিপক্ষেও ৯৫ রান দিয়েছিলেন তিনি। নব্বইয়ের বেশি রান দিয়েছেন মুস্তাফিজুর রহমানও।
২০১৯ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৯৩ রান দিয়েছিলেন বাঁহাতি পেসার। ডিপিএলের লিস্ট ‘এ’ ক্রিকেট ও দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রান দেয়া তাসকিন বাংলাদেশের জার্সিতে ২০২২ সালে ভারতের বিপক্ষে ৯ ওভারে ৮৯ রান দিয়েছিলেন। এদিকে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রান দেয়ার কীর্তিটা বাস ডি লিডে। নেদারল্যান্ডসের পেসার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৫ রান খরচ করেছিলেন।