promotional_ad

৩ বলে আউট ৪ জন, শাকিল ‘টাইমড আউট’

অনুশীলনে সাউদ শাকিল, ফাইল ফটো
‘টাইমড আউট’ হয়েছেন সাউদ শাকিল। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে সপ্তম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হয়েছেন তিনি। পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফির ফাইনালের দ্বিতীয় দিন এমন অভিজ্ঞতা হয় স্টেট ব্যাংকের হয়ে খেলা শাকিলের।

promotional_ad

এদিন শাকিল টাইমড আউট হওয়ার আগে পরে ৩ বলে সাজঘরে ফিরেছেন চারজন ব্যাটার! বুধবার পরপর উমার আমিন ও ফাওয়াদ আলমের উইকেটের পতনের পর প্রস্তুত হয়ে নামতে দেরি করেন শাকিল। তিন মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে গার্ড নিতে পারেননি তিনি।


আরো পড়ুন

বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ

২২ ঘন্টা আগে
বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান (ডানে), ফাইল ছবি

ফলে প্রতিপক্ষ পিটিভির অধিনায়ক আমাদ বাট টাইমড আউটের আবেদন করেন। সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার শাকিল। পেসার মোহাম্মাদ শাহজাদের হ্যাটট্রিক বলটি মোকাবেলা করার কথা ছিল শাকিলের।



promotional_ad

কিন্তু বল খেলার আগেই তিনি ফিরে যান। তারপর ব্যাটিংয়ে নামেন ইরফান খান। তিনি বোল্ড হলে হ্যাটট্রিকের উল্লাসে ভাসেন শাহজাদ। তিন বলের মধ্যে এক উইকেট ১২৮ থেকে স্টেট ব্যাংকের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১২৮। শেষ পর্যন্ত ২০৫ রানে গুটিয়ে যায় দলটি।


শাকিলের আগে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে এর আগে সবশেষ এভাবে আউট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ওই অভিজ্ঞতা হয়েছিল লঙ্কান এই অলরাউন্ডারের।



২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে ম্যাথিউসকে টাউমড আউটের আবেদন করে সফল হয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। নাজমুল হোসেন শান্তর পরামর্শে ম্যাচটিতে এমন আবেদন করেছিলেন সাকিব। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball