promotional_ad

ওয়ার্নি, তুমি কি শুনতে পাচ্ছো?

সংগৃহীত
যাস কোথা তুই কিসের এত তাড়া, কেন নিস না কানে বলছি একটু দাঁড়া! আচ্ছা ওয়ার্নি, তুমি কি এই লাইনগুলো চেনো? নিশ্চই চেনার কথা না। আচ্ছা তোমাকে লাইনগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই, কি বলো? মহীনের ঘোড়াগুলি চেনো? এই তল্লাটে এসে একবারও কি এই গান শত কোলাহলের মাঝে তোমার কানে গেছে?

promotional_ad

তুমি কি এই গানের কথাগুলোর মানে বোঝো? তুমি রিকি পন্টিংয়ের কথাগুলো শুননি? তোমার পান্টার কিন্তু তোমায় ভুলেনি। ওয়ার্নি, তোমাকে বিদায়ের অঞ্জলি দিতে এসে কান্নায় ভেঙে পড়া পন্টিং হয়তো তোমার কথা ভেবে এই গানটাই বিড়বিড় করছিল। ওয়ার্নি, তুমি কি কখনও পান্টারের প্রশ্নের উত্তর দেবে? কিসের এতো তাড়া ছিল তোমার? আরও কিছুটা সময় কি থাকতে পারতে না?


আরো পড়ুন

ভারতের কারণে সেমি ফাইনালের আগে বিড়ম্বনায় অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা

৫ ঘন্টা আগে
সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দল, আইসিসি

জাদুর ভেলায় চড়ে অসীম শূন্যতায় পাড়ি জমানোর আগে একটু জানাতে পারতে না বুঝি! অ্যালান বোর্ডার গুমরে কাঁদার ছবিগুলো কি তোমার কাছে পৌঁছেছে? না পেলে আমায় বলো, আমি তোমার জন্য ফ্রেমে বাঁধিয়ে পাঠিয়ে দেবো। তুমি কিন্তু সেগুলো তোমার ঘরের দেয়ালে সযত্নে টাঙিয়ে রাখবে। ভুলো না কিন্তু। তাহলে বোর্ডার তোমার ওপর বড্ড রাগ করবে।


আচ্ছা, তোমার কি সিমোনে কালাহানের কথা মনে আছে? সেই সতের বছর আগে ‍তুমি সিমোনকে ছেড়ে গিয়েছিলে। তোমার সন্তানদের কথা নিশ্চই মনে আছে। কাকে বেশি ভালোবাসতে তুমি? সামার , ব্রুক নাকি জ্যাকসন। তুমি কি আর কখনও জ্যাকসনদের আদর করতে বাসায় ফিরবে? আবারও কি তাদের দায়িত্ব নেবে?


তুমি বোধহয় জ্যাকসনকে খুব ভালোবাসতে, তাই না? তোমার চলে যাওয়ার কথা কিন্তু জ্যাকসন এখনও বিশ্বাস করতে পারেনি। তোমার পথপানে চেয়ে আছে, হয়তো তুমি ফিরবে কোন এক প্রহরে। তোমার কোনো খবর না থাকলেও কিন্তু জেমস এরসকাইন তোমার পরিবারের খবর রেখেছে।


এরসকাইন কি তোমায় সবটা বলে দিয়েছে? কি বলো, এখনও তোমায় বলেনি? এবার বাড়ি ফিরে ওর চাকরি কেড়ে নেবে। তোমাকে যদি সব খবর দিতে না পারে তাহলে তাকে ম্যানেজার হিসেবে রেখে লাভ কি বলো? নতুন কাউকে নাও, যে তোমার কাছে সবটা খবর সবার আগে পাঠিয়ে দেবে।



promotional_ad

আচ্ছা, এরসকাইন তোমায় না বললেও চুপিসারে আমি তোমায় বলছি। জ্যাকসন কিন্তু এখনও তোমার জন্য অপেক্ষাা করছে। এরসকাইনকে জ্যাকসন কি বলেছে শুনবে? তবে তোমায় বলছি, আমাদের তো মনে হচ্ছে এই বুঝি বাবা এসে দরজায় কড়া নাড়বেন। তুমি কি আবারও কখনও জ্যাকসনের দরজায় কড়া নাড়বে?


আমায় কিন্তু বলতে পারো। আমি কাউকেই বলবো না, এমনকি জ্যাকসনকেও না। যেদিন তুমি ফিরে আসবে সেদিন ফেরার পর সবাইকে বলবো যে আমি সব জানতাম। ব্যাপারটা দারুণ হবে না? সিমোনকে বলা যাবে না। তোমার সঙ্গে না থাকলেও তোমার হারিয়ে যাওয়ার খবরে সিমোন কিন্তু খুব কষ্ট পেয়েছে। তোমার জন্য সিমোনের হৃদয়ে খানিকটা ক্ষত হয়েছে।


তুমি তো জ্যাকসনদের সঙ্গে প্রতিদিন কথা বলতে। এখন কথা না বলে থাকবে কিভাবে? তুমি থাকতে পারবে? আমি জানি তুমি পারবে না। কারণ তোমার সঙ্গে একদিন কথা না বললে জ্যাকসন, সামার ও ব্রুকেরা খুব চিন্তা করে। তুমি চাইলে আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। তুমি অপরিচিত একটা নাম্বার থেকে ওদের প্রতিদিন কথা বলবে। কিন্তু তুমি তাদের পরিচয় দেবে না।


ইসস, কি যে বলো না? কথা বলতে পুলিশের অনুমতি নিতে হবে ‍বুঝি? তুমি হোটেলের দায়িত্বে থাকা কাউকে বলো তুমি শেন ওয়ার্ন। তোমার কথা শুনবে নিশ্চই। কি? তোমাকে চেনে না? ওয়ার্নি বলে দেখো তো চিনে কিনা। আর শোনো সেটাতেও না চিনলে তুমি বলবে আমি লেগ স্পিন জাদুকর। তখন নিশ্চয় তোমাকে চিনবে।


বললাম না লেগ স্পিন জাদুকর বললে তোমায় ঠিকই চিনবে। এখন তাদের ফোনটা নিয়ে কথা বলো। উফফ, এদের এতো নিয়ম কেন? দিনে একবার ফোন করতে দিলে কি হয়? থাক, কি আর করবে। কিন্তু জ্যাকসনরা তো তোমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করবে। তোমার বাবার কথা বলেছে? সে কিন্তু তোমার ওপর বড্ড মন খারাপ করেছে।



জীবনে কতশত পথ পেরিয়ে এসেছে, কখনও দমে যাননি। তবে তোমার ফিরতে অনেকটা দেরি হবে শুনে অঝোরে কেঁদেছে। এমন খবর মেনে নিতে পারেনি। তোমার জন্য কিন্তু পুরো দুনিয়া আজ বড্ড চিন্তা করছে। তুমি কি অসীমে বসে এসব কিছু দেখছো? শচিন, মুরালিধরন, কোহলি, বাবর, স্মিথরা তোমার জন্য শোকে মাতোয়ারা হয়েছে।


কেউ কেউ তো অঝোরে কাঁদছে। ওয়ার্নি, তুমি কি সব শুনতে পাচ্ছো?



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball