অস্ট্রেলিয়া সফর নিয়ে আশা হারাননি পাপন

ছবি:

বাংলাদেশকে আতিথেয়তা দিতে যে অপারগতা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সেটি ইতিমধ্যে গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন দেশের বেশিরভাগ ক্রিকেট প্রেমী মানুষ।
মূলত আর্থিক ক্ষতির কথা চিন্তা করেই নাকি বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করার পরিকল্পনা করছে অজিরা। পূর্ব সূচি অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশের।
তবে এরপরেও সফরটি নিয়ে এখনও আশা হারাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন,এই ব্যাপারে পরবর্তী আইসিসি মিটিংয়ে অজি বোর্ড কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন তিনি।

সাংবাদিকদের পাপন বলেন, 'আমরা এই ব্যাপারে আগামী আইসিসি মিটিংয়ে তাদের সাথে আলোচনা করবো।'
টেস্ট সিরিজ আয়োজনের বিষয়ে অস্ট্রেলিয়ার আপত্তি থাকলে সেক্ষেত্রে অন্য ফরম্যাট আয়োজন করার বিষয় নিয়েও আলাপ করবেন বিসিবি প্রধান বলে জানিয়েছেন। তাঁর ভাষ্যমতে,
'যদি টেস্ট সিরিজ আয়োজন করা সম্ভব না হয় সেক্ষেত্রে অন্য ফরম্যাটের ব্যাপারে আমরা আলোচনা করবো। তবে এখনই এসব নিয়ে কিছু ভাবছি না আমরা।'