promotional_ad

খাজা-স্মিথের ব্যাটে লড়ছে অস্ট্রেলিয়া

promotional_ad

অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে উসমান খাজা ও অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাটে নিজেদের প্রথম ইনিংসে দারুণ লড়ছে অস্ট্রেলিয়া। ২ উইকেটের বিনিময়ে  ১৯৩ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে স্মিথের দল। উসমান খাজা ব্যাট হাতে ৯১ রান ও স্মিথ ৪৪ রানে অপরাজিত আছেন।




এর আগে, প্রথম দিনের শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। এই ধাক্কাটা আরও প্রকট হয় দ্বিতীয় দিনের শুরুতেই। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ডেভিড মালান আর মাত্র ৭ রান যোগ করেই সাজঘরে ফিরেছেন।





promotional_ad

এরপর আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে না পারলে ৩৪৬ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। মূলত মঈন আলীর ৩০, টম কুরানের ৩৯ ও স্টুয়ার্ট ব্রডের ৩০ রানে ভর করে লড়াইয়ের পূঁজি পায় ইংলিশরা। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স একাই নিয়েছেন ৪ উইকেট।




জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদেরও। তারা দ্রুতই হারিয়েছে ক্যামেরন ব্যানক্রফটের উইকেট। এদিন রানের খাতাই খুলতে পারেননি তিনি। ৭ বল খেলে ব্রডের দুর্দান্ত বলে পরাস্ত হয়ে বোল্ড হন এই অস্ট্রেলিয়ান ওপেনার।





২৭ তম হাফসেঞ্চুরি করে খাজার সঙ্গে ৮৫ রানের জুটি গড়ার পর জিমি অ্যান্ডারসনের শিকার হন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। এই তারকার ব্যাট থেকে এসেছে ৫৬ রান। দুই ওপেনারের বিদায়ের পর স্মিথকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন খাজা।




এই দুজনের শতরানের জুটিতে ভালো ভাবেই দিন শেষ করেছে অজিরা। ১০৭ রানের অপরাজিত জুটি গড়ার পথে দ্বিতীয় দ্রুততম ৬ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন অজি দলপতি স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়া এখনও ইংলিশদের চেয়ে পিছিয়ে আছে ১৫৩ রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball