promotional_ad

অভিষেকেই আমব্রিসের অন্যরকম 'রেকর্ড'

promotional_ad

কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান সুনীল আমব্রিস। এই পারফরমেন্সের সুবাদেই ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয়েছে তার। অভিষেকে ব্যাটিংয়ে নেমেই এক তিক্ত রেকর্ডে নাম লিখিয়েছেন আমব্রিস।




এই রেকর্ডে হয়তো কোনো ভাবেই নিজের নাম লেখাতে চাননি এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। তিনি রেকর্ড গড়েছেন আউটের ধরনে, যেটির নজির আর নেই আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে শুক্রবার হিট উইকেট হয়েছেন এই ব্যাটসম্যান।




অভিষেক টেস্টেই হিট উইকেটে আউটের শিকার হয়েছেন আরও ১০ জন ব্যাটসম্যান। তবে আমব্রিস ‘প্রথম’ হয়ে গেছেন অন্য জায়গায়। কারণ অভিষেক ম্যাচের প্রথম বলেই হিট আউট হননি আর কেউ। টেস্ট অভিষেকে শূন্য রানে হিট উইকেট হওয়ার নজিরও নেই ক্রিকেট ইতিহাসে।



promotional_ad



ওয়েলিংটনে শুক্রবার আমব্রিস যখন মাঠে নামেন, তখন উইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ৮০ রান। আমব্রিসের বিদায়ে সেটি হয়ে যায় ৫ উইকেটে ৮০। নিল ওয়াগনারের বুক সমান বাউন্সের বল ফাইন লেগে খেলতে গিয়েছিলেন। তার পায়ের পেছনের অংশ গিয়ে লাগে স্টাম্পে। ??মব্রিস অভিষেক ম্যাচে প্রথম বলেই হিট উইকেট হয়ে সাজঘরে ফিরলেন।




অভিষেক টেস্টে হিট উইকেট আউট হওয়া প্রথম ব্যাটসম্যান নেভিল লিন্ডসে। ১৯২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গে এই রেকর্ডে নাম লিখিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের সেটিই ছিল একমাত্র টেস্ট। এর পর আর সাদা পোষাকে মাঠে নামা হয়নি তার।





আমব্রিসের আগে অভিষেক টেস্টে সবশেষ হিট উইকেট হওয়া ব্যাটসম্যানও উইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট অব স্পেনে হিট উইকেট হয়েছিলেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান কার্লটন বাফ।




আমব্রিসের উইকেটে টেস্ট অভিষেকে হিট উইকেটের একাদশ পূরণ হয়েছে। ওয়ানডে অভিষেকে এই তিক্ত স্বাদ পেয়েছেন মাত্র ২ জন। ১৯৭৮ সালে তৎকালীন ওয়েস্ট ইন্ডিজের ফুয়াদ বাকাস আউট হয়েছিলেন দ্বিতীয় বলে। ২০১২ সালে কানাডার জিসান সিদ্দিক হিট উইকেট হয়েছিলেন ৪৩ রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball