পুরষ্কার বিতরণী মঞ্চে পিসিবির কাউকে না দেখে হতবাক শোয়েব

ছবি: রোহিত শর্মাকে (মাঝে) সাদা কোট পরিয়ে দিচ্ছেন রজার বিনি (বামে) এবং জয় শাহ (ডানে), ফাইল ফটো

দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারায় রোহিত শর্মার ভারত। আয়োজক পাকিস্তান হলেও এ দিন পুরস্কার বিতরণীর মঞ্চে দেখা যায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআইয়ের চেয়ারম্যান রজার বিনিদের।
পাকিস্তানের বোলারদের গড় ওমান-যুক্তরাষ্ট্রের থেকেও খারাপ: আকরাম
২৪ ফেব্রুয়ারি ২৫
এমনটা দেখে নিজ ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ভারত জিতে নিয়েছে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আমি লক্ষ করলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিল না। পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ। কিন্তু তাদের একজন লোককেও সেখানে দেখলাম না।’

‘এ বিষয়টা আমি বুঝতে পারছি না। তারা কেউ প্রতিনিধিত্ব করতে কিংবা ট্রফি তুলে দেওয়ার জন্য কেন এলেন না। এটা একেবারেই আমার বোধগম্য না। এটা নিয়ে ভাবুন দয়া করে। এটা একটা বিশ্বমঞ্চ, এখানে আপনাদের থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে সেখানে দেখলাম না। অথচ এটার আয়োজক আমরাই, কিন্তু আমাদের কেউ সেখানে থাকল না।
আমি নিজের চেয়ে দলকে সবসময় ওপরে রাখি: হার্দিক
১০ মিনিট আগে
পিসিবির পক্ষ থেকে অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি। জানানো হয়নি বিসিসিআই বা অন্য কারো তরফ থেকেও। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই অবশ্য এর ব্যাখ্যা উপস্থাপন করতে পেরেছে।
তাদের প্রতিবেদন থেকে জানা গেছে, পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সেখানে উপস্থিত ছিলেন। যদিও কোনো কারণে তাকে পুরস্কার বিতরণীর মঞ্চে ডাকা হয়নি। আগে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ভিন্ন প্রতিশ্রুতি থাকায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুবাইয়ে যাননি। যে কারণে পিসিবির পক্ষ থেকে সিইওকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল।