promotional_ad

ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ, এটাও কম নয়: রোহিত

শিরোপার সঙ্গে রোহিত শর্মা, ফাইল ফটো
অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা হারিয়েছিল ভারত। এরপর রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও ওয়ানডে বিশ্বকাপে হারার ক্ষত এখনও রয়ে গেছে ভারতের। টুর্নামেন্ট শেষে সেটিই যেন মনে করিয়ে দিলেন রোহিত।

promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য এবারই প্রথম শিরোপা জিতেননি রোহিত। এটি তার দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। তারপরে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির নেতৃত্বে আবারও সুযোগ আসে ভারতের সামনে।


আরো পড়ুন

ফাইনালের সেরা রোহিত, টুর্নামেন্ট সেরা রাচিন

১৫ ঘন্টা আগে
রোহিত শর্মা ও রাচিন রবীন্দ্র, ক্রিকফ্রেঞ্জি

যদিও সেই আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে যায় ভারত। এবার দলকে শিরোপা এনে দিলেন রোহিত। এ ছাড়া ২০২৪ সালের আগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির অধীনে শিরোপা জিতেন তিনি।



promotional_ad

দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখনও অধরা রোহিতের। ২০১১ বিশ্বকাপজয়ী দলে তিনি জায়গা পাননি। আর গত বিশ্বকাপে ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া।


আরো পড়ুন

৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি

১৪ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মার সঙ্গে কোহলির উচ্ছ্বাস, আইসিসি

ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর পর রোহিত বলেন, 'আইসিসির টুর্নামেন্ট সামনে যা আসে, সবাই জেতার চেষ্টা করে সেখানে। ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ। ছেলেবেলা থেকে আমরা এটিই জানতাম, ৫০ ওভারের বিশ্বকাপই দেখে এসেছি। তখন কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি হতো না। এজন্য তখন আমি এটা বলেছিলাম যে, আমাদের জন্য ওই ৫০ ওভারের বিশ্বকাপই আসলে বিশ্বকাপের মতো।'



'তবে, (হাত ইশারায় ট্রফি দেখিয়ে) এটিও কম নয়। আমাকে আগে বলুন, এটা জিততেও কত কিছু লাগে! দেখুন, ট্রফি তো ট্রফিই। যে কোনো ফাইনাল জিতলেই অনেক গর্ব অনুভূত হয়। শুধু আমারই নয়, পুরো দল, গোটা দেশের আজকে খুশি থাকার কথা। কারণ, যে কোনো টুর্নামেন্টের ফাইনাল জিততে পারাই অনেক বড় অর্জন। এটাই বলার আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball