promotional_ad

পাকিস্তান নিয়ে গাভাস্কারের মন্তব্যকে ‘ফালতু কথা’ বলছেন গিলেস্পি

জেসন গিলেস্পি (বামে) ও সুনীল গাভাস্কার (ডানে), ফাইল ফটো
পাকিস্তান জাতীয় দলের সামর্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে বিদ্রুপ করেছেন ভারতের সাবেক ব্যাটার সুনীল গাভাস্কার। তার এমন মন্তব্যের ঘোর বিরোধিতা করেছেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি। গাভাস্কারের মন্তব্যকে 'ফালতু কথা' বলেছেন তিনি।

promotional_ad

ভারতকে হারিয়েই সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। এবার নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে এই টুর্নামেন্ট শুরুর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও হেরেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।


আরো পড়ুন

‘মনে হচ্ছিল শুধু ক্যাচ অনুশীলন করানোর কাজ করছিলাম’

১৬ ডিসেম্বর ২৪
ইংল্যান্ড সিরিজে আজহার মেহমুদের সঙ্গে জেসন গিলেস্পি, এএফপি

ভারতের কাছে ব্যাটে-বলে রীতিমতো আত্মসমর্পন করেছে পাকিস্তান। দলটির এমন পারফরম্যান্স দেখে সাবেক ভারতীয় ওপেনার মন্তব্য করেন, ভারতের 'বি' দলকেও হারাতে কষ্ট হবে পাকিস্তানের।


গাভাস্কার পাকিস্তান ও ভারতের মধ্যে পার্থক্য বোঝাতেই বলেন, 'আমি মনে করি, ভারতের ‘বি’ দল সম্ভবত... (পাকিস্তানের ঘাম ছুটে দেবে)। ‘সি’ দল পারবে কি না সে বিষয়ে নিশ্চিত নই, তবে ‘বি’ দলকে হারাতে পাকিস্তানের বর্তমান দলের খুব, খুব কষ্ট হবে।'



promotional_ad

এই মন্তব্যের কড়া জবাবে গিলেস্পি বলেন, 'আমি এসব অতিকথন পছন্দ করি না। সুনিল গাভাস্কারের মন্তব্য দেখেছি যে, ভারতের ‘বি’ দল বা ভারতের ‘সি’ দল পাকিস্তানের মূল দলকে হারিয়ে দিতে পারে। এটা ফালতু কথা। একদম ফালতু কথা।'


আরো পড়ুন

‘ভারতের ‘বি’ দলকে হারাতেও পাকিস্তানের ঘাম ঝরবে’

২৫ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান দল ও সুনীল গাভাস্কার, আইসিসি

অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার আরও বলেন, 'পাকিস্তান যদি সঠিক খেলোয়াড়দের বেছে নেয়, তাদের সঙ্গে লেগে থাকে, তাদের আলো ছড়ানোর জন্য, শেখার জন্য এবং তাদের খেলার মান উন্নত করার জন্য সময় দেয়, তাহলে তারা যে কোনো দলকে হারাতে পারে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।'


২০২৩ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও দলটির অধারাবাহিক পারফরম্যান্স এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে আট মাসও টিকতে পারেননি তিনি।
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball