promotional_ad

সেমিফাইনালে শর্টকে পাওয়া নিয়ে শঙ্কা

আইসিসি
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার অধিনায়কের কথাই শেষ পর্যন্ত সত্যি হতে যাচ্ছে। ঊরুর চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে ছিটকে যাচ্ছেন ম্যাথু শর্ট। অস্ট্রেলিয়া ফাইনালে গেলে শর্ট খেলতে পারবেন কিনা সেটাও নিশ্চিত নয়। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা হচ্ছে না ডানহাতি এই ওপেনারের।

promotional_ad

বৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টি আসার আগে অবশ্য নিজেদের ইনিংসের পুরোটা সময় ব্যাটিং করেছে আফগানরা। ইনিংসের শেষের দিকে ফিল্ডিং করতে গিয়ে ঊরুতে চোট পান শর্ট। যদিও পরবর্তীতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিলেন। তবে ব্যাটিং করার সময় তাকে খানিকটা ধুঁকতে দেখা গেছে।


আরো পড়ুন

ভারতের কারণে সেমি ফাইনালের আগে বিড়ম্বনায় অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা

১ ঘন্টা আগে
সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দল, আইসিসি

চোটের কারণে স্বাচ্ছন্দ্যে যে ব্যাটিং করতে পারছিলেন না সেটা স্পষ্ট ছিল। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে আউট হয়ে ফেরার আগে ১৫ বলে ২০ রান করেছেন শর্ট। তবে হেডের সঙ্গে ৪.৩ ওভারে ৪৪ রানের উদ্বোধনী জুটি অস্ট্রেলিয়াকে এগিয়ে দিয়েছে অনেকটা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যে তার খেলা হচ্ছে না সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। 



promotional_ad

ম্যাচ শেষে স্মিথ নিশ্চিত করেছেন সেমিফাইনালের আগে শর্টের সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ। এ প্রসঙ্গে অধিনায়ক স্মিথ বলেন, ‘আমার মনে হয় সে খেলতে নামলে সংগ্রাম করবে। কারণ এদিনও সে ঠিকমতো চলতে পারছিল না। তাই দুটি ম্যাচের মাঝে এত দ্রুত সুস্থ হয়ে ওঠা ওর জন্য হয়তো সম্ভব না।’


সেমিফাইনালে শর্টকে না পাওয়া গেলে ওপেনিংয়ের জন্য বিবেচনা করা হতে পারে মিশেল মার্শের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ পাওয়া জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে। যদিও অলরাউন্ডার অ্যারন হার্ডির কথাও ভাবতে পারে অস্ট্রেলিয়া। এমনটা হলে হেডের সঙ্গে অন্য কাউকে ওপেন করতে হবে। শর্ট যদি পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাহলে তার বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হতে পারে কুপার কনোলিকে।



বর্তমানে অস্ট্রেলিয়ার ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন তিনি। শর্টের না থাকা অস্ট্রেলিয়ার একটা স্পিন অপশন কমাবে। আফগানিস্তানের বিপক্ষে ৭ রানে মাত্র ২১ রান দিয়েছিলেন ডানহাতি এই অফ স্পিনার। তবে হেড ও মার্নাস ল্যাবুশেনরা স্পিন করতে পারায় খুব বেশি বিপাকে পড়তে হবে না অস্ট্রেলিয়াকে। ইংল্যান্ডের বিপক্ষে দুটি উইকেট পেলেও তারা দুজন আফগানিস্তানের বিপক্ষে বোলিং করেননি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball