promotional_ad

বাংলাদেশ ম্যাচের আগে '৫ স্পিনারের' প্রশ্নে পাল্টা জবাব রোহিতের

অনুশীলনে রোহিত শর্মা, বিসিসিআই
দুবাইতে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করবে ভারত। এই মাঠে এখনও পর্যন্ত ৬ ওয়ানডে খেলে ৫টিতেই জয় পেয়েছে ভারত। আর বাকি একটি ম্যাচ হয়েছে টাই। বাংলাদেশ ও ভারত এই মাঠে সর্বশেষ মাঠে নেমেছিল ২০১৮ সালে।

promotional_ad

দুবাইয়ের মাঠে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিই হয়েছে বেশি। কদিন আগেই হয়ে গেছে আইএল টি-টোয়েন্টি। ফলে সাম্প্রতিক ম্যাচের ফলাফল দেখেও দুবাইয়ের উইকেটের আচরণ বোঝা বেশ কঠিন। তবে কন্ডিশন নিয়ে না ভেবে নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন রোহিত।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে রোহিতের ক্যাচ মিসের সমালোচনায় পন্টিং

২২ ফেব্রুয়ারি ২৫
রিকি পন্টিং ও রোহিত শর্মা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক বলেছেন, 'আমাদের পিচ দেখতে হবে এবং গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলতে হবে। কন্ডিশন কেমন হবে সেটা বুঝতে হবে। সাম্প্রতিক সময়ে যে ম্যাচগুলো হয়েছে সবগুলো টি-টোয়েন্টি ফরম্যাটে। আমি জানি না এটা সঠিক হবে কিনা এটা নিয়ে মাথা ঘামানোর। আমার মনে হয় নির্দিষ্ট প্রতিপক্ষকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত, তাদের বিপক্ষে কি করবো না করবো।'


এর কারণ ব্যাখ্যা করে রোহিত বলেন, 'কারণ প্রত্যেক দলই ভিন্ন। কোনো প্রতিপক্ষ আগে ব্যাট করতে চাইবে। স্কোরবোর্ডে রান তুলতে চাইবে। তখন আমাদের চিন্তা করতে হবে তাদের আগে ব্যাট করতে দেব কি দেব না। এটা এভাবেই কাজ করে। সত্যি কথা বলতে আমি এভাবেই চিন্তা করি। আমার এবং জিজির (গৌতম গম্ভীর) মধ্যে এবং ছেলেদের সঙ্গে এ নিয়ে কথা হবে। যেটা প্রয়োজন সেটাই করা হবে।'



promotional_ad

সম্প্রতি ইনজুরি থেকে ফিরেছেন কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি। এই দুই ক্রিকেটারের ফিটনেস নিয়ে রোহিতের ভাষ্য, 'শামি একদম ফিট। কুলদীপের হার্নিয়া অপারেশনের পর ফিটনেস ফিরে পাওয়াটা দরকার ছিল। কে কটা উইকেট পেল সেটা মুখ্য ব্যাপার নয়, ছন্দে থাকা প্রয়োজন। ওদের পাশে রয়েছে টিম ম্যানেজমেন্ট।'


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

৩ ঘন্টা আগে
আইসিসি

ভারতীয় দলে আছে এক ঝাঁক স্পিনার। কদিন আগে এতো স্পিনার দেখে কঠোর সমালোচনা করেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। রোহিত এবার পাল্টা জবাব দিয়েছেন। জানিয়েছেন ৫ স্পিনার নয় বরং তিন অলরাউন্ডারের সঙ্গে দুজন স্পিনার নিয়ে তারা দল সাজিয়েছেন। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর তাদের ব্যাটিং অর্ডারেরও ভরসা বলে জানালেন রোহিত।


এই তিন অলরাউন্ডারের সঙ্গে ভারতীয় দলে আছেন দুই স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। দুবাইয়ের কন্ডিশনেও এই স্পিন নিয়ে বাংলাদেশকে ঘায়েল করতে চাইবেন রোহিত। টাইগারদের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের স্পিন আক্রমণ নিয়ে ভারত অধিনায়ক বলেছেন, ‘আমাদের দুই স্পিনার ও তিন অলরাউন্ডার আছে। আমি তাদের পাঁচ স্পিনার মনে করছি না। জাদেজা, অক্ষর, ওয়াশিংটন আমাদের ব্যাটিংয়ের গভীরতা বাড়াচ্ছে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball