promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

promotional_ad

মার্চের ১৩ তারিখ থেকে ভারতের বৃহত্তর নয়দাতে শুরু হচ্ছে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের সিরিজ। সিরিজে আফগানদের বিপক্ষে দুইটি তিন দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।


আর এই সিরিজ উপলক্ষে মোহাম্মদ পারভেজ হোসেনকে অধিনায়ক ও অমিত হাসানকে সহ অধিনায়ক বানিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


এছাড়াও দলে স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে চারজন ক্রিকেটারকে। এদিকে এই সিরিজে অংশ নিতে আগামি শনিবার (১০ই মার্চ) দেশ ছাড়ছে জুনিয়র টাইগাররা। বৃহত্তর নয়দাতেই হবে সিরিজের সবগুলো ম্যাচ।



promotional_ad

তিন দিনের প্রথম ম্যাচটি শুরু হবে ১৩ই মার্চ, দ্বিতীয়টি ১৮ই মার্চ। আর সিরিজের তিনটি ওয়ানডে যথাক্রমে ২৩,২৫ এবং ২৭ই মার্চে অনুষ্ঠিত হবে বলে বিসিবি নিশ্চিত করেছে।


স্কোয়াডঃ- মোহাম্মদ পারভেজ হোসেন (অধিনায়ক), অমিত হাসান (সহ অ.), ফয়েজ হাবিব খান অর্কো, প্রান্তিক নাওরোজ নাবিল, মোহাম্মদ তাহসিন, সাজ্জাদ হোসেন, প্রিতম কুমার, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, শাহাদাত হোসেন, মোহাম্মদ রিশাদ হোসেন, ইফতিখার হোসেন, মেহেদী হাসান অনি, মেহেদী হাসান, আসাদুল্লাহ হিল গালিব ও তানজিম হোসেন সাকিব


স্ট্যান্ডবাইঃ- মোহাম্মদ শাহীন আলম, আলভি হক, নাঈমুর রহমান নয়ন ও মুহাম্মদ আশিকুজ্জামান 





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball