promotional_ad

মুখিয়ে আছেন সৌম্য

promotional_ad

নিদাহাস ট্রফিতে নিজেদের সেরা দল পাঠাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ভারতের দ্বিতীয় সারির দলের শক্তিমত্তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই টাইগার ওপেনার সৌম্য সরকারের।


"বিরাট নেই বা ধোনি নেই তাতে কি? ওদের সেরা ক্রিকেটারেরতো অভাব নেই। আর শ্রীলঙ্কাও আছে ফুল ফর্মে। দু’টি দলের সঙ্গে আমাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ওদের পেসার বলেন, স্পিনার বলেন সবাই বিশ্বসেরা।" 


মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে জানাচ্ছিলেন সৌম্য সরকার। তবে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন বিধ্বংসী এই ওপেনার। ভয় নয়, বরঞ্চ সাহসকেই পুঁজি করছেন তিনি।


"তাই আমাদেরও খেলতে হবে সেরাটা দিয়ে। সবচেয়ে বড় কথা হলো- আগে থেকেই ভয় নিয়ে মাঠে নামলে হবে না। সাহসটাই বড় বিষয়। আর আমি মনে করি  জীবনে চ্যালেঞ্জ আছে বলেই ভালো করার ক্ষুধা আছে। চ্যালেঞ্জ না থাকলেই ভালো করা কঠিন।"



promotional_ad

তবে চান্দিকা হাথুরুসিংহে দল ছাড়ার পরে জাতীয় দলে নিজের জায়গা অনেকটাই হারিয়ে ফেলেছেন সৌম্য সরকার। টেস্ট বা ওয়ানডেতে তো বাদ পড়েছেন ইতিমধ্যে, কেবল টি-টুয়েন্টিতে পারফর্মেন্স দিয়েই জায়গা ধরে রেখেছেন তিনি।


তবে এসব নিয়ে একেবারেই ভাবতে চান না সৌম্য। "আমি চেষ্টা করে যাচ্ছি। দলও আমাকে সুযোগ দিচ্ছে। বিশ্বের অনেক ক্রিকেটারই শুরুতে স্ট্রাগল করেছে। আমিও করছি। 


"আশা করি নিজের ভুলগুলো শুধরে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। সবচেয়ে বড় কথা হলো নিজের উপর বিশ্বাস রাখা ও নিজের কাজটি করে যাওয়া। আমি তাই করার চেষ্টা করছি।"








আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball