জবাব শ্রীলংকাতেই দিবেন মিরাজ

ছবি:

দেশের মাটিতে স্পিনার হিসেবে ভয়ঙ্কর মেহেদী হাসান মিরাজ। তবে বিদেশের মাটিতে এখনো নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি তিনি। বিশেষ করে রঙিন পোশাকের ক্রিকেটে।
স্পিন বোলিংয়ে মাঝে মধ্যে অবশ্য বিষ ছড়িয়েছেন। তবে ব্যাট হাতে একেবারেই আলোকিত নয় পারফর্মেন্স। অথচ তার মাঝেই সাকিব আল হাসানের ছায়া খুঁজে দেশের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বিষয়টি মাথায় রাখেন মিরাজ। চেষ্টা থাকে সবসময় ভালো কিছু করারই। এবারের নিদাহাস ট্রফি নিয়েও আলাদা পরিকল্পনা আছে তার। কেননা সাকিব আল হাসানের ইনজুরি পুরোপুরি না সারায় এই সিরিজের প্রথম কয়েকটি ম্যাচে অনিশ্চিত সাকিব।

আর এটাকেই সুযোগ হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ। মানবজমিনকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের মনোভাব। সাকিবের শুন্যতা পূরণে প্রত্যয়ী মিরাজ বলেন,
"এটি আমার প্রথম ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ। এর আগে কোন দিন টি-টোয়েন্টিতে ত্রিদেশীয় সিরিজে খেলিনি। তাই প্রথম লক্ষ্য হচ্ছে নিজের সেরটা দেয়া।
"শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সাকিব ভাই ছিলেন না। এবারও হয়তো দুই/একটা ম্যাচে তিনি থাকবেন না। কঠিন হলেও অনেক বেশী চেষ্টা থাকবে তার অভাব পূরণ করার।"
এখানেই থেমে যাচ্??েন না অনূর্ধ্ব-১৯ দল থেকে জাতীয় দলের টিকিট পাওয়া এই ক্রিকেটার। বছরের শুরতেই তিন ফরম্যাটে সিরিজ হারের বদলা নিতে চান শ্রীলঙ্কার মাটিতেই।
"একটি কথা আমি বলতে চাই- গেল বছর কিন্তু আমরা শ্রীলঙ্কার মাটিতে সব সিরিজিই ড্র করেছি। সেখানে টেস্টও জিতেছি। আবার ওদের কিন্তু খুব খারাপ সময় যাচ্ছিল। তারপর ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। ক্রিকেটে এমন হয়ই। আমি মুখিয়ে আছি ওদের মাটিতেই জবাবটা দেয়ার জন্য।"