অধিনায়কত্বের অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্য ওয়ালশের

ছবি:

১৯৯৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উইন্ডিজ দলের অধিনায়কত্ব করেছেন টাইগার দলের বর্তমান হেড কোচ কোর্টনি ওয়ালশ। তবে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে অতটা সফল ছিলেন না তিনি।
একেবারে ব্যর্থও বলা যায়না। ২২ টি টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে মাত্র ছয়টিতে জয় পেয়েছিলেন তিনি। ড্র করেছেন নয়টিতে। আর হারের তিক্ত স্বাদ নিয়েছিলেন সাতটি টেস্ট ম্যাচে।
আর নিজের ক্যারিয়ারে সফল বা ব্যর্থ যাই হন না কেন, নিজের অধিনায়কত্বের অভিজ্ঞতা এবারের নিদাহাস ট্রফিতে কাজে লাগাতে উদগ্রীব টাইগার দলের কোচ। মঙ্গলবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন,

'অবশ্যই আমার মনে আছে। এটি আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে ধারণা দিবে। আপনাকে কিছু গ্রুপের দিকে খেয়াল রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা সঠিক কাজটিই করছে। অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবেই আমি প্রথম দায়িত্ব পালন করেছিলাম। আমি বেশ উপভোগ করেছিলাম।
'যেহেতু আমাদের সাফল্য ছিলো কিছু, সুতরাং আমি যদি সেটা এখানে বয়ে নিয়ে আসতে পারি এবং সেই ধরণের উদ্দীপনা পাই ও সামনে এগিয়ে যাওয়ার গতি অব্যাহত রাখতে পারি আমি খুশি হবো। এটি আসলেই অনেক চ্যালেঞ্জিং হবে। তবে আমি এটি গ্রহণ করতে প্রস্তুত।'
আসন্ন নিদাহাস ট্রফি নিয়েও কথা বলেছেন ওয়ালশ। দলের ইতিবাচক খেলাটা বের করে আনতে নিজের সেরাটা নিংড়ে দিবেন তিনি। এই ক্যারিবিয়ান কিংবদন্তীর ভাষ্যমতে,
'শ্রীলঙ্কা সফরটি আমাদের জন্য অনেক বড় পরীক্ষার। যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, তাদের জন্য কোয়ালিটি ক্রিকেট খেলা এবং ধারাবাহিকতা বজায় রাখা বেশ গুরুত্বপূর্ণ। আমাকে সেই চ্যালেঞ্জ গ্রহণের সুযোগটি দেয়ায় আমি খুশি। আমি আমার সেরাটা দিয়ে কাজ করবো এবং দলের ইতিবাচক খেলা নিশ্চিত করবো।'