আবারো রিয়াদেই ভরসা রাখছে বিসিবি

ছবি:

ত্রিদেশীয় সিরিজের ইনজুরি এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাটিতে টেস্ট সিরিজটিও খেলতে পারেননি তিনি।
গত ১০ই ফেব্রুয়ারি হাতের আঙ্গুলের সেলাই খোলা হয়েছিলো তার। এরপরে ভাবা যাচ্ছিলো লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে। কিন্তু এরপরেও সুস্থ হননি সাকিব।
ফলে তাকে ছাড়া সেই সিরিজটিও শেষ করতে হয়েছে বাংলাদেশকে। আর তার পরিবর্তে টেস্ট এবং টি-টুয়েন্টি ফরম্যাটে দলের অধিনায়কত্ব করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও অনিশ্চিত সাকিব বলে জানা গেছে।

কেননা চোট সারতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে তার। আর সাকিব যদি প্রথম ম্যাচে না খেলেন সেক্ষেত্রে অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই সাংবাদিকদের জানিয়েছেন এমনটাই,
"বোলিংয়ে সমস্যা নেই, তবে ব্যাটিংয়ের সময় আঙুল ফুলে যায়। ডাক্তাররা অবশ্য বলেছেন, ৭-৮ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। তবে প্রথম ম্যাচ যেহেতু ৮ তারিখ, সেহেতু বোর্ড মনে করছে সাকিব প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না।
"সাকিব যদি নাও খেলে দলের অধিনায়ক হিসেবেই থাকছে দলের সঙ্গে। ওখানটায় সাকিব না থাকলে রিয়াদই হবে ন্যাচার্যালি। ওখানটায় একটা ম্যাচের জন্য আরেকজনকে ক্যাপ্টেন করা , আবার সাকিব যখন ফিরবে আবার বাদ দেওয়া। এটা আরও খারাপ।"