শ্রীলঙ্কায় পাপনের 'সার্বক্ষণিক' তত্ত্বাবধানে টিম বাংলাদেশ

বাংলাদেশ
শ্রীলঙ্কায় পাপনের 'সার্বক্ষণিক' তত্ত্বাবধানে টিম বাংলাদেশ
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

চলতি বছরের শুরুর দিকে খেলা তিন ফরম্যাটের তিনটি সিরিজে দলের প্রতি অগাধ বিশ্বাস রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আর তাই প্রতি সিরিজে দলের সমস্ত খবর রাখলেও গেলো তিন সিরিজে দলের সঙ্গে একেবারেই যুক্ত ছিলেন না তিনি। এমনকি প্রথম টি-টুয়েন্টি সিরিজের স্কোয়াডও তাকে জানায়নি দল।

এবার তাই আটঘাট বেঁধেই নামছেন পাপন। দলের সঙ্গে শ্রীলংকা সফরে থাকবেন তিনি। "আগের সিরিজটাতে কে খেলবে না খেলবে তা নিয়ে মাথা ঘামাইনি। এটা সকলের উপরেই দায়িত্ব ছিল। 

"এখানে এসে আমরা যেটা করেছি স্কোয়াডটা ঠিক করে একাদশ কি হতে পারে। কে না খেললে এই ব্যাপারটায় আমরা মোটামুটি ফাইনাল করেছি। আমি নিজে সবকিছু দেখভাল করার জন্য শ্রীলঙ্কায় থাকছি। ওদের সঙ্গে থাকব সারাক্ষণ এবার।"

তবে এখনো ব্যাটিং কোচ ঠিক করতে পারেনি বিসিবি। এই সিরিজে কোর্টনি ওয়ালশকে হেড কোচ বানালেও সবসময় হেড কোচ হিসেবে থাকবেন না ওয়ালশ। পাপন জানিয়েছেন, চেষ্টা থেমে নেই। 

"এখনে তো সরাসরি ইনভলমেন্ট আছেই। হেড কোচের ব্যাপারটা কাকে কোন জায়গায় আনা যায় সেটা ঠিক করেছি। এই ব্যাপারগুলা... আরো কয়েকজন আসবে। কিন্তু তাদের সাথে কথা হয়নি। সেজন্য ঘোষণা করছি না।

"আমরা ঠিক করেছি যে কাকে নেব (ব্যাটিং কোচ হিসেবে)। একজনকে তো লাগবে আমার। সেজন্য আমরা আলাপ করেছি। ওরা যেহেতু দেশেই নাই দুজন। ওদের সঙ্গে কথা বলে নিতে হবে।"

আরো পড়ুন: this topic