সুজনের দায়িত্ব খোলাসা করলেন পাপন

ছবি:

নিদাহাস ট্রফিতে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন না খালেদ মাহমুদ সুজন। বরঞ্চ দলের ম্যানেজার হিসেবেই দেখা যেতে পারে তাকে। ক্রিকেট বোর্ডের সোমবারের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
যা মিডিয়ার সামনে উপস্থাপন করেছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সুজনের ভূমিকা নিয়ে জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন,
"টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকছে না (সুজন)। সবচেয়ে বড় কথা যে এখন আমরা আরও স্পেসেফিক করছি। এবার হেড কোচ দিয়ে দিয়েছি। দ্বিতীয়ত আমি নিজে সবকিছু দেখভাল করার জন্য শ্রীলঙ্কায় থাকছি। ওদের সঙ্গে থাকব সারাক্ষণ।

"তারপরও সুজন যদি যায় সব সময় যে দায়িত্বে ছিল সেটাতেই থাকবে ম্যানেজার হিসেবে। সে যদি থাকে সে যাবে টিম ম্যানেজার হিসেবে। সব সময় টিম ম্যানেজার হিসেবে গেছে।"
তবে নিদাহাস ট্রফি উপলক্ষে সুজন আসলেই শ্রীলংকা যাবেন কিনা সেটা এখনো নিশ্চিত হয়নি। কেননা, এখনো সুজনের সঙ্গে কথা বলেনি বোর্ড। কিন্তু অন্তত ম্যানেজার হিসেবে সুজনে আস্থা রাখছেন পাপন।
"ব্যাপারটা হলো পরিচালকরা যাবে। পরিচালকদের মধ্যে সুজনও থাকতে পারে। আমার ব্যাক্তিগত ইচ্ছা হচ্ছে সুজনও যাক, ওখানে টিম ম্যানেজার হিসেবে যে দায়িত্ব পালন করার কথা সেটাই করুক। ওর সাথে এই ব্যাপারে কথা হয়নি। অন্যান্য ব্যাপারও আমরা ঠিক করে ফেলেছি।
"কিন্তু তাদের সঙ্গে কথা না বলে তো বলাটা কঠিন। যেমন আমরা বোলিং নিয়ে কথা বলেছি। কোর্টনি ওয়ালশ প্রধান কোচ হয়ে যায় তাহলে বোলিং কোচ কে হবে? আবার আমরা ব্যাটিং এর জন্য কাকে আনব। এই যে জিনিসগুলো। এইগুলা আমরা সবই ঠিক করে ফেলেছি। কিন্তু কথা না বলে তো বলতে পারি না।"