হারিয়ে যেতে চান না আরিফুল

বাংলাদেশ
হারিয়ে যেতে চান না আরিফুল
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবেই পরিচিত আরিফুল হক। ক্যামিও খেলার জন্য ঘরোয়া লীগে সেরাদের কাতারেই আছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) করেছেন দৃষ্টিনন্দন পারফর্মেন্স।

আর তার সেসব পারফর্মেন্সই শ্রীলংকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে তাকে জাতীয় দলে নিয়ে আসে। তবে জাতীয় দলে মেলে ধরার সুযোগ হয়নি তার। আন্তর্জাতিক অভিষেকের ম্যাচে ছিলেন এক রানে অপরাজিত।

আর দ্বিতীয় টি-টুয়েন্টিতে ফিরেছেন মাত্র দুই রানে। এদিকে আসন্ন ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ উপলক্ষে দল ঘোষণা করা হবে দ্রুতই। স্কোয়াডে অভিজ্ঞদেরই মূল্যায়ন করা হবে বেশি। 

অর্থাৎ, ২৫ বছর বয়সী আরিফুল ডাক নাও পেতে পারেন! তবে দমে যাচ্ছেন না তিনি। পরিশ্রম চালিয়ে যাচ্ছেন অবিরত। জাতীয় দলে নিজেকে থিতু করার পাশাপাশি সেরাদের তালিকাতেও যেতে চান তিনি। রবিবারের অনুশীলন শেষে সাংবাদিকদের জানান,

'আমি বাংলাদেশের টপ অলরাউন্ডার হতে চাই। যে পজিশনে ব্যাটিং করি আমি হয়তো খুব বেশি বল পাব না। খুব বেশি হলে ২০টা বল পাব। বা এমনও দিন যাবে ৬টা বল পাব। তো আমার আসলে টিম যেভাবে চায় সেভাবেই করবো।

'সেই ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেছিলাম। এই স্বপ্নটা যদি দ্রুত ভেঙ্গে যায় এটা কষ্টদায়ক হবে। আমি চাই যেন ক্রিকেটে বাংলাদেশকে অনেক দিন সার্ভিস দিতে পারি।'

আরো পড়ুন: this topic