টাইগারদের দল ঘোষণার দিনক্ষণ নির্ধারিত

বাংলাদেশ
টাইগারদের দল ঘোষণার দিনক্ষণ নির্ধারিত
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

আগামী মাসেই শ্রীলংকার মাটিতে বাংলাদেশ, ভারত এবং স্বাগতিক শ্রীলঙ্কার অংশগ্রহণে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। এই সিরিজ উপলক্ষে ইতিমধ্যেই দল ঘোষণা করে ফেলেছে ভারত।

আর এরই মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (২৬ই ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে টাইগারদের স্কোয়াড। 

যদিও স্কোয়াড কেমন হবে সেই ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি, তবে বিসিবি প্রাঙ্গণ থেকে পাওয়া বিভিন্ন সুত্রে এবং দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মিডিয়া কথন অনুযায়ী, এই সিরিজে অভিজ্ঞদের নিয়েই গড়া হবে বাংলাদেশ দল।

অর্থাৎ, নিদাহাস ট্রফি নামক এই সিরিজে তারুণ্যের আধিক্য দেখা যাবে না, যেমনটা দেখা গিয়েছিলো ঘরের মাটিতে শ্রীলংকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে। আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ই মার্চ। 

প্রথমদিন ভারতের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ই মার্চে। সিরিজে প্রতিটি দলই ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সিরিজটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ই মার্চ। 

দেখে নিন নিদাহাস ট্রফি ২০১৮ এর চূড়ান্ত সূচি-

৬ই মার্চ– ভারত বনাম শ্রীলঙ্কা

৮ই মার্চ – বাংলাদেশ বনাম ভারত

১০ই মার্চ – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১২ই মার্চ– ভারত বনাম শ্রীলঙ্কা

১৪ই মার্চ – বাংলাদেশ বনাম ভারত

১৬ই মার্চ – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৮ই মার্চ– ফাইনাল

আরো পড়ুন: this topic