স্কিলের প্রয়োগেই খুলবে সাফল্যের দ্বার

ছবি:

আসন্ন মার্চ মাস (৬ই মার্চ) থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। আর লঙ্কানদের মাটিতে এই সিরিজ হওয়ায় খুশি হতেই পারেন টাইগার পেসাররা।
কেননা শ্রীলংকার উইকেট গুলোতে সাধারণত স্পিনারদের পাশাপাশি পেসাররাও কিছু সুবিধা পেয়ে থাকেন। আর এজন্যই পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের তত্ত্বাবধানে ১৪ জন (মুস্তাফিজুর রহমান ছাড়া ১৩ জন) পেসার নিয়ে চলছে পেস ক্যাম্প।
যেখানে পেসারদের দুর্বলতা গুলো নিয়ে কাজ করছেন ওয়ালশ। দেখিয়ে দিচ্ছেন কিভাবে ডেথ ওভারে ইয়র্কার বল করতে হয় বা একেবারে নতুন বলে সুইং কিভাবে আনা যায় ইত্যাদি।

আর ওয়ালশের এসব দীক্ষা নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে নিজেদের স্কিলের প্রয়োগ করতে পারলেই ভালো কিছু সম্ভব, বলে মনে করছেন টাইগার দলের অনিয়মিত পেসার আবু হায়দার রনি। রবিবারের অনুশীলন শেষে মিডিয়াকে জানান,
'আমরা আমাদের স্কিলগুলো কাজে লাগতে পারলে ভালোই হবে। সুইং নিয়ে বলেছে। নতুন বলে সুইং নিয়ে কাজ করছে। ডেথ ওভারে পুরাতন বলে ইয়র্কার নিয়ে কাজ হচ্ছে। টি-টুয়েন্টিতে ব্লক হোলের প্রয়োগটা ভালো থাকলে টিকে থাকা সহজ।'
উল্লেখ্য, টাইগারদের এই ক্যাম্পে উপস্থিত নেই দলের নিয়মিত পেসার মুস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লীগে অংশ নিতে এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছেন তিনি।