নিদাহাস ট্রফিতেও অনিশ্চিত সাকিব?

ছবি:

ত্রিদেশীয় সিরিজের ইনজুরি এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাটিতে টেস্ট সিরিজটিও খেলতে পারেননি তিনি।
গত ১০ই ফেব্রুয়ারি হাতের আঙ্গুলের সেলাই খোলা হয়েছিলো তার। এরপরে ভাবা যাচ্ছিলো লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে। কিন্তু এরপরেও সুস্থ হননি সাকিব।
শেষমেশ সেখানেও পাওয়া যায়নি সাকিবকে। অবশেষে ২২ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে দেখা মিলল তার। ফিটনেস ঠিক রাখতে জিমে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি।

তবে কথা উঠেছে, সাকিবের পুরোপুরি ইনজুরি মুক্ত হওয়া নিয়ে। কেননা বিসিবি জানিয়েছিল অল্প দিনেই সেরে উঠবেন সাকিব। তবে বিসিবির প্রধান চিকিৎসক জানান, এখনো পঞ্চাশ ভাগ সুস্থ হওয়া বাকী সাকিবের।
দেবাশীষ চৌধুরী জানান, "সব মিলিয়ে ৫০ ভাগের বেশি সুস্থ হয়েছেন সাকিব। যেহেতু ওর আঙ্গুলে ইনজুরি, সেক্ষেত্রে ওর বোলিংয়ে খুব একটা সমস্যা হবেনা। ও যদি ব্যাটের গ্রিপ ও ব্যাথাহীন ভাবে ধরতে পারে তাহলে ব্যাটিংয়েও সমস্যা নেই।
তবে কি আসন্ন ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে খেলা হচ্ছেনা সাকিবের?; "এই ধরণের রিহ্যাব প্রক্রিয়াগুলো নিয়ে আগে থেকেই ওভাবে বলা যায়না। অনেকক্ষেত্রে সারতে সময় লাগে। তবে ওর উন্নতি হচ্ছে আস্তে আস্তে।"
সূত্রঃ- যমুনা টিভি