'শর্ট বলেই ব্যাটসম্যানদের কুপোকাত করেছেন হাথুরুসিংহে'

বাংলাদেশ
'শর্ট বলেই ব্যাটসম্যানদের কুপোকাত করেছেন হাথুরুসিংহে'
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

শর্ট বলে বাংলাদেশ দলের দুর্বলতা নিয়ে বেশ ভালো করেই জানেন দলের সাবেক কোচ ও শ্রীলংকার বর্তমান কোচ চান্দিকা হাথুরুসিংহে। আর সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে এই শর্ট বল দিয়েই টাইগারদের কুপোকাত করেছেন তিনি, বলে মনে করেন টাইগার দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ।

মানবজমিন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ক্রিকেটার জানান, "পরিষ্কার আমরা হেরেছি ব্যাটিং ব্যর্থতায়। এ ব্যর্থতা ছিল শর্ট বল খেলতে না পারার। দেখেন যে ম্যাচে ৮২ রানে অলআউট হয়েছে সেখানে ওদের পেসারদের বাউন্সার ঠিকভাবে খেলতেই পারেনি তামিম, মুশফিকরা। 

"আমি বলবো যেহেতু চন্ডিকা মাত্র এখান থেকে গেছেন তাই তিনি ভালো করেই এ দুর্বলতা জানতেন। সেটা কাজে লাগিয়েছেন। কিন্তু আমরা দায়িত্ব এড়াতে পারি না। আমাদের ভুলেই তিনি সফল।"

প্রসঙ্গত, গত শনিবারে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের পরে শর্ট বল খেলতে না পারার কথাটি স্বীকার করেছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

"দেখেন আমরা ৭-৮ দিন থেকে দেখে আসছি যে তারা শর্ট পিচ বল করছে। এবং আমরা এই নিয়ে আলাপও করেছি। এমন তো না যে আপনি ৭-৮ দিনে স্কিল ডেভেলাপ করতে পারবেন। 

"যেটা করা যায় মানসিকভাবে তৈরি হওয়া যায়। হোমওয়ার্ক আমরা একদম করেছিলাম কিন্তু ডেলিভার করতে পারিনি।"; ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এমনটা বলেছিলেন মাশরাফি।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান কোচ থাকাকালীন হাথুরুসিংহে ব্যাটসম্যানদের শর্ট বলের দুর্বলতা নিয়ে অনেক কাজ করেছিলেন। এমনকি মার্বেল পাথরে বল করে ব্যাটসম্যানদের শর্ট বল দুর্বলতা মুছে ফেলতে চেয়েছিলেন তিনি। 


আরো পড়ুন: this topic