promotional_ad

আবারো বোলিং পরীক্ষা দিলেন আল আমিন

promotional_ad

গেলো বছরের বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন পেসার আল আমিন হোসেন। সেখানে এই পেসারের কয়েকটি ডেলিভারিতে সন্দেহ প্রকাশ করেছিলো সংশ্লিষ্টরা।




এই কারণে অভিযুক্ত হয়েছিলেন তিনি। বিপিএল শেষ হওয়ার পরে ভিডিও বিশ্লেষণের মাধ্যমে রিভিউ কমিটি নিশ্চিত করেন, আল আমিনের বেশ কয়েকটি ডেলিভারীই ত্রুটিপূর্ণ ছিল।




অভিযোগ আসার পরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে বোলিং একশা?? নিয়ে আবারো কাজ করেন আল আমিন। এরপরে রবিবার (৭ জানুয়ারি) দিয়েছেন পরীক্ষা।





promotional_ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোলিং অ্যাকশন রিভিউ কমিটির তত্ত্বাবধানে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে নিজেকে শোধরানোর পরীক্ষা দিয়েছেন ২৮ বছর বয়সী ডান হাতি এই পেসার।




এসময় মাঠের উইকেট মোট ছয়টি ক্যামেরা বসানো হয়। প্রায় ৬ ওভার সেই ক্যামেরায় ঘেরা উইকেটে বল ছোঁড়েন আল আমিন। পুরো সময়টায় সেখানে উপস্থিত ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 




তবে তার পরীক্ষার ফলাফল কি, সেটা এখনো জানা যায়নি। জালাল ইউনুস জানিয়েছেন, ভিডিওতে তার বোলিং অ্যাকশন ভালোভাবে দেখেই রিপোর্ট প্রকাশ করা হবে। 





এর আগেও অবশ্য আল আমিনের বোলিং নিয়ে অভিযোগ ওঠে। ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে এই অভিযোগ আনা হয়েছিলো। ওই বছরের নভেম্বরে চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করার পরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি।




ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ এবং বাংলানিউজ







আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball