promotional_ad

সাব্বিরের শাস্তি আরো বাড়তে পারেঃ পাপন

promotional_ad

জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) এক কিশোরকে মারধরের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান সাব্বির রহমানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 




সোমবার (০১ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বছরের প্রথম দিনে  নিজের বেক্সিমকো কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি জানিয়েছেন,




"সাব্বিরের বিষয়ে আমাদের শৃঙ্খলা কমিটি ইতোমধ্যোই সিদ্ধান্ত নিয়েছে। হিয়ারিং হয়েছে, আমরা ম্যাচ রেফারির রিপোর্টও পেয়েছি। তার ব্যাপারে প্রস্তাব যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল কন্ট্রাক্ট আছে সেখান থেকে ও বাদ পড়ছে। 




সাব্বির আমাদের ন্যাশনাল কন্ট্রাক্টের প্লেয়ার আর থাকছে না। প্লাস তারা বলেছে ২০ লাখ টাকা জরিমানা। তাকে ক্যাশ টাকা দিতে হবে। তারপর বলেছে ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে না ৬ মাসের জন্য। তারমানে সে প্রিমিয়ার লিগও খেলতে পারছে না। অর্থাৎ বড় রকমের অর্থনৈতিক ক্ষতির মুখে সে পড়তে যাচ্ছে।"



promotional_ad



তবে শৃঙ্খলা কমিটির সুপারিশগুলো এখনই বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তে পরিণত হয়নি (কেবল কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরার বিষয়টি ছাড়া)। আগামী বোর্ড সভায় বিসিবি সাব্বিরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে পরবর্তীতে সাব্বিরের শাস্তি কমছে না, বরঞ্চ বাড়ছে। পাপন জানান,




"তারমানে আমরা বলছি না এখনই এই সিদ্ধান্ত হয়ে গেছে। প্রস্তাব ??সেছে আজকে। আমরা দেখেছি যে শৃঙ্খলা কমিটি কী সিদ্ধান্ত নেয়। তবে তাদের প্রস্তাবে এও এসেছে এবারই তাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে। তারা এটাও লিখেছে। 




তারমানে তারা ইন্ডিফিনেট পিরিয়ডের জন্য সাসপেনসনের কথা চিন্তা করেছে। বোর্ড মিটিংয়ে বসেই আমরা চূড়ান্ত করবো। এই সুপারিশগুলো থেকে কমে যাওয়ার সম্ভাবনা কম। আরও বাড়তে পারে। এইগুলো যে থাকছে এই ব্যাপারে কোন সন্দেহ নেই। আরও করা হবে কী না, বোর্ড নেবে কী না সেটা পরের সিদ্ধান্ত।"





উল্লেখ্য, গত ২১শে ডিসেম্বর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে এক কিশোর টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমানকে উদ্দেশ্য করে কিছু বলার পর মাঠের আম্পায়ারের কাছ থেকে অনুমতি নিয়ে মাঠের বাইরে যান সাব্বির।




পরে ছেলেটিকে ডেকে তাকে মারধর করেন সাব্বির। এখানেই ক্ষান্ত হননি তিনি। ম্যাচ রেফারি এবং আম্পায়াররা তাঁর বিরুদ্ধে অভিযোগ তুললে তাদেরকেও হুমকি দেন জাতীয় দলের এই ক্রিকেটার। এরপর বিষয়টিতে হস্তক্ষেপ করে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি।




ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball