promotional_ad

সাকিব-মাশরাফিকেই কোচ বানিয়েছেন পাপন

promotional_ad

দুই সপ্তাহ পর থেকেই (১৫ জানুয়ারি) ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। এরপরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ও টেস্ট সিরিজ। কিন্তু এই সিরিজগুলোতে টাইগাররা সাথে পাচ্ছে না দলের প্রধান কোচ। 




আর এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বছরের প্রথম দিনে তিন ফরম্যাটের দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তাদের দায়িত্ব সম্পর্কে সতর্ক করেন।




এই দুজনকে কোচের ভুমিকায় দেখতে চান পাপন। সোমবার তাদের সঙ্গে আলাপের পর গণমাধ্যমে বলেছেন, "আমাকে যদি জিজ্ঞাসা করেন, এবার কোচ হচ্ছে সাকিব ও মাশরাফি। ওদের উপরই ছেড়ে দেওয়া হচ্ছে। 



promotional_ad



সিনিয়র খেলোয়াড় যারা আছে তাদের উপরই ছেড়ে দেওয়া হচ্ছে। ওরা বেশ আত্মবিশ্বাসী। এর আগেও আমরা বসেছিলাম। তামিম, সাকিব, মাশরাফি, মুশফিকও ছিল। ওরা বেশ আত্মবিশ্বাসী যে ওরা এই সিরিজটা নিজেরাই সামলাতে পারবে। কাজেই ধরে নেন এবার খেলোয়াড়রাই হচ্ছে কোচ।"




এদিকে বাংলাদেশের ম্যানেজারের হওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি খেতাব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকছেন তিনি। ডাগআউটে থাকবেন সহকারী কোচ রিচার্ড হ্যালসলও। সাকিব-মাশরাফিকে তারাই সাহায্য করবেন বলে পাপনের বিশ্বাস। 





জানিয়েছেন, "বোর্ড থেকে একজন প্রতিনিধি থাকবে। বর্তমান সাপোর্ট স্টাফ যা আছে তাই থাকছে। পাশাপাশি বোর্ড থেকে আমাদের খালেদ মাহমুদ সুজন, ও সবসময় ম্যানেজার হিসেবে কাজ করতো।




আবার সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করতো, খেলোয়াড় কোচ বোর্ডের মাঝে সমন্বয়ক হিসেবে কাজ করতো, সেটা সে থাকছে। যেহেতু সে থাকছে তাই তাকে একটা পদ দিয়েই রাখা হচ্ছে।"





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball