promotional_ad

মাশরাফির ভালো-মন্দের বছর

promotional_ad

আরেকটি বছর শেষের দোরগোড়ায়। বছর জুড়েই বাংলাদেশ ক্রিকেট দল না না আলোচনা-সমালোচনার মধ্যে ছিল। এই বছরে টাইগারদের সাফল্য যেমন আছে। ব্যর্থতাও আছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে টেস্টে জয়ের ঐতিহাসিক মুহূর্ত পেয়েছে বাংলাদেশ দল।




নিজেদের শততম টেস্টেও শ্রীলঙ্কার মাঠে জয় আছে। শুধু টেস্টে নয়, ওয়ানডেতেও চোখ ধাঁধানো কিছু সাফল্য ছিল বাংলাদেশের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল খেলেছে টাইগাররা। এই সব সাফল্যের আড়ালে কিছু ব্যর্থতাও ছিল। বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরটি কোনো ভাবেই ভালো যায়নি বাংলাদেশের।




তাছাড়া, কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা সফরেও টাইগারদের অসহায় আত্মসমর্পণ ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে এই বছরটি ভালো মন্দে কেটেছে মাশরাফি, সাকিব, মুশফিকদের।টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও মনে করেন ভালো-খারাপ দুটোই ছিল এই বছরে।





promotional_ad

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভালো না করার দায় মেনে নিয়েছেন মাশরাফি। তবে, সেখানেও ভালো কিছু করেছে বাংলাদেশ দল। চলতি বছরে নিজেদের পারফরমেন্স এভাবেই মূল্যায়ন করেছেন টাইগার দলপতি।




মাশরাফির ভাষ্যমতে, ‘আমার কাছে মনে হয় ভালো খারাপ দুটাই ছিলো। কিছু কিছু ভালো পারফরম্যান্স ছিলো। আবার শুরু এবং শেষটাও ভাল হয়নি। নিউজিল্যান্ড দিয়ে শুরু হয়েছিল ওটা আমরা ভালো করিনি। টেস্ট ম্যাচে ভালো করেছিলাম। আবার সাউথ আফ্রিকায় যে সিরিজ হলো এটা সবাই জানে ভালো হয়নি। এর মধ্যে কিছু পারফরম্যান্স হয়তো বা আমরা ভালো করেছি। আমার কাছে মনে হয় বছরটায় ভালো খারাপ দুইটা দিয়েই ছিলো।’




নিউজিল্যান্ড সফর দিয়ে চলতি বছর নিজেদের যাত্রা শুরু করে টাইগাররা। সেখান থেকে খালি হাতেই দেশে ফেরে বাংলাদেশ। তবে বাংলাদেশ দলের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে মন ভরেছিল সবার। তারপর শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে, টেস্ট ও টি২০ তিন সিরিজই ড্র করে তারা।





তারপর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও দুর্দান্ত খেলে টাইগাররা। এরপর প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল খেলে মাশরাফিরা ঘরের মাঠে টেস্টে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া বধ করে বাংলাদেশ।




তবে বছররের শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি তিন সিরিজেই হোয়াইটওয়াশ হয় টাইগাররা। সেখানে নুন্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি বাংলাদেশ। আর তাই চলতি বছরটিকে ভালো মন্দ দুই দিক থেকেই মূল্যায়ন করেছেন মাশরাফি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball