promotional_ad

টি-১০ লীগে সেঞ্চুরি হাঁকালেই কোটি টাকার ফ্ল্যাট!

promotional_ad

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিত হওয়া টি -১০ ক্রিকেট লীগ টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে সেখানে উড়ে গেছেন বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। 


কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানেরও অবশ্য খেলার কথা ছিলো এই টুর্নামেন্টে। তবে বিসিবির কাছ থেকে অনাত্তিপত্র না পাওয়ায় যেতে পারেননি তিনি। ক্রিকেট বিশ্বের অনেক রথী মহারথীরাই খেলছেন এই টি-১০ লীগে। 


আর তাই এর পুরষ্কারের পরিমাণও নেহাত কম নয়। জানা গেছে এই টুর্নামেন্টে কোনও ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকাতে পারলেই দুবাইয়ে একটি স্টুডিও এপার্টমেন্ট পুরষ্কার দেয়া হবে তাঁকে! দুবাইয়ের অর্থে যার মূল্য ৫ লাখ দিরহাম অর্থাৎ বাংলাদেশি টাকায় এর মূল্যমান ১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৯ শত ১১ টাকা। 


শুধু এপার্টমেন্টই নয়, চুক্তিবদ্ধ প্রত্যেক ক্রিকেটারই এই টুর্নামেন্ট থেকে বিপুল অর্থ পুরষ্কার পাচ্ছেন বলে জানা গেছে। ক্রিকেটের নতুন সংস্করণের এই লীগে সাকিবকে দলে ভিড়িয়েছে কেরালা কিংস এবং তামিম খেলছেন পাখতুনসের হয়ে। 



promotional_ad

উল্লেখ্য আগামী ১৭ ???ারিখ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-১০ ক্রিকেট লীগের। টুর্নামেন্টটিতে পাখতুনস ও কেরালা কিংস ছাড়াও বাকি চার অংশগ্রহণকারি দলগুলো হলো মারাঠা অ্যারাবিয়ানস, পাঞ্জাবি লিজেন্ডস, টিম শ্রীলঙ্কা ক্রিকেট এবং বেঙ্গল টাইগার্স। 


মারাঠা অ্যারাবিয়ানস স্কোয়াড-বিরেন্দ্র শেহওয়াগ, কুমার সাঙ্গাকারা, শায়মান আনোয়ার, জহুর খান, ইমাদ ওয়াসিম, অ্যালেক্স হেলস, মোহাম্মদ সামি, লেন্ডন সিমন্স, জুনায়েদ খান, রাইলি রুশো, হারদৌস ভিলজোয়েন, কামরান আকমল, ভ্যান ডার মার, ওয়েইন পারনেল, রস হোয়াইটলি।


কেরালা কিংস স্কোয়াড- রোহান মুস্তাফা, ইমরান হায়দার, কাইরন পোলার্ড, সোহেল তানভীর, সাকিব আল হাসান, লিয়াম প্ল্যাঙ্কেট, চ্যাডউইক ওয়ালটন, ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিং, স্যামুয়েল বদ্রি, নিকোলাস পুরান, রায়াদ এমরিট, রায়ান টেন ডেসকাটে, বাবর হায়াত।


পাখতুনস স্কোয়াড-  শহীদ আফ্রিদি, আমজাদ জাভেদ, সাকলাইন হায়দার, তামিম ইকবাল, ডোয়াইন স্মিথ, আহমেদ শেহজাদ, মোহাম্মদ নবী, মোহাম্মদ ইরফান, সোহেল খান, উমর গুল, নাজিবুল্লাহ জাদরান, শাহীন আফ্রিদি।



পাঞ্জাবি লিজেন্ডস স্কোয়াড- শোয়েব মালিক, গুলাম সাব্বের, শরীফ আসাদুল্লাহ, উমর আকমল, ক্রিস জর্ডান, কার্লোস ব্র্যাথওয়েট, মিসবাহ উল হক, আদিল রশিদ, লুক রঙ্কি, ফাহিম আশরাফ, আব্দুল রাজ্জাক, রঙ্গনা হেরাথ, দৌলত জাদরান, উসামা মির।


টিম শ্রীলঙ্কা ক্রিকেট স্কোয়াড- লাহিরু থিরিমান্নে, দিলশান মুনাওয়েরা, খিতুরুয়ান ভিথানাগে, অ্যাঞ্জেলো জয়াসিংঘে, দীনেশ চান্ডিমাল, থিসারা পেরেরা, নিপুন করুন্নাইয়াকে, অ্যাঞ্জেলো পেরেরা, শিহান জয়াসুরিয়া, আলানকারা আসানকা, ওয়ানিদু হাসারাঙ্গা, কাসুন মাদুশানাকা, বিশ্ব ফার্নান্ডো, সাচিত্রা সেনানায়েকে, জেফরি ভ্যান্ডারসে।


বেঙ্গল টাইগার্স স্কোয়াড- মোহাম্মদ নাভেদ, রমিজ শাহজাদ, মোহাম্মদ নাভিদ, সাকলাইন হায়দার, সুনীল নারিন, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, রুম্মান রাইস, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ নাওয়াজ, রোভম্যান পাওয়েল, আনোয়ার আলী, জনসন চার্লস, রায়ান ম্যাকলারেন, হাসান খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball