শ্রীলংকা সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

বাংলাদেশ
শ্রীলংকা সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

আগামী বছরের শুরুতেই বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে আসছে শ্রীলংকা। জানুয়ারির শুরুতে জিম্বাবুয়ে এবং লঙ্কানদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। 

ত্রিদেশীয় সিরিজের পরই বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজে টেস্ট এবং টি-টুয়েন্টি খেলবে চান্দিমাল-ম্যাথিউসরা। বৃহস্পতিবার সিরিজটির সূচি প্রকাশিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রকাশিত সূচি অনুযায়ী টেস্ট সিরিজ শুরুর আগে ২৮'এ জানুয়ারি চট্টগ্রামে যাবে বাংলাদেশ এবং শ্রীলংকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুইদিনের প্রস্তুতি শেষে একই ভেন্যুতে  ৩১শে জানুয়ারি সিরিজের প্রথম টেস্টে লড়বে টাইগাররা।

প্রথম টেস্ট শেষে ৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে আসবে দুই দল। ঢাকার মিরপুরের হোম অফ ক্রিকেটে দুই দিনের বিরতির পর  ৮ই ফেবরুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট লড়বে দু'দল।

দুই ম্যাচের টেস্ট সিরিজের পর টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু'দল। সিরিজের প্রথম টি-টুয়েন্টি হবে মিরপুরের মাঠে ১৫ তারিখ। প্রথম টি-টুয়েন্টি শেষে পরের দিন সিলেটে যাবে দু'দল।

সেখানে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ খেলবে সাকিবরা। দিবা-রাত্রির এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ই ফেব্রুয়ারি।     


আরো পড়ুন: this topic